গুগল ওয়ালেট,Google Wallet,Google Pay,গুগল পে,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

Google: ভারতেও চালু হল গুগল ওয়ালেট! তাহলে কি বন্ধ হয়ে যাবে Google Pay?

নিউজ শর্ট ডেস্ক: এবার ভারতেও চালু করা হয়েছে গুগল ওয়ালেট (Google Wallet)। যদিও আন্তর্জাতিক ক্ষেত্রে উপলব্ধ এই গুগল ওয়ালেট ভারতের থেকে অনেকটাই আলাদা। আসলে এটি ভারতীয়দের চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়েছে। ভারতের গুগল ওয়ালেটে গুরুত্বপূর্ণ কার্ড, পাস, টিকিটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আইডি সুরক্ষিত রাখা যাবে।

   

তাহলে এবার কি গুগল পে (Google Pay) বন্ধ হয়ে যাচ্ছে? এই প্রসঙ্গে গুগলের তরফ থেকে সাফ জানানো হয়েছে গুগল পে কোথাও যাচ্ছে না। অর্থাৎ মানুষ গ্রাহকরা আগের মতই গুগল পে  ব্যবহার করতে পারবেন। এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে আগামী দিনে এই গুগল ওয়ালেট গুগল পে’র সহকারী হিসেবেই কাজ করবে।

তবে প্রসঙ্গত এখনকার এই ডিজিটাল ইন্ডিয়া যুগে সময়ের সাথে সাথে সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে  আমাদের কাছে এমন একটি পার্স থাকা দরকার যেখানে সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে। এবার থেকে গুগল ওয়ালেট সেই চাহিদাই  পূরণ করবে।

গুগল ওয়ালেট,Google Wallet,Google Pay,গুগল পে,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এখানে বলে রাখি এই গুগল ওয়ালেট থেকে কোন পেমেন্ট করা যাবে না। তবে কাউকে পেমেন্ট করতে হলে গুগল পে থেকেই করতে হবে।

আরও পড়ুন: টানা ৭ মাস পর এল সুখবর! RBI নিষেধাজ্ঞা তুলতেই খুশিতে আত্মহারা এই ব্যাংকের গ্রাহকরা 

আসুন জানা যাক ভারতে লঞ্চ হওয়া ওয়ালেটে কি কি সুবিধা পাওয়া যাবে?

১) Google ওয়ালেট মোট কুড়িটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে।এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ফ্লিপকার্ট, ক্রোমা, এয়ার ইন্ডিয়া, ভিস্টারা, পিভিআর,আইনক্স,লেন্স কার্ট, মেক মাই ট্রিপ ইত্যাদি। অর্থাৎ গুগল ওয়ালেটে এই কোম্পানিগুলির পরিষেবার   স্ক্রিনশট সংরক্ষণ করা যাবে।

২)এছাড়া এই অ্যাপে মানুষজন তাদের বোর্ডিং পাস, লয়্যালটি কার্ড, উপহার কার্ড, মেট্রো টিকিট, বাসের টিকিট ইত্যাদি সংরক্ষণ করতে পারবেন।

গুগল ওয়ালেট,Google Wallet,Google Pay,গুগল পে,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

৩)এছাড়াও এখানেই অফিস আইডি সংরক্ষণ করা যাবে। প্রয়োজনের সময় যে কেউ নিজের গুগল ওয়ালেটের মাধ্যমে এই সমস্ত তথ্য একেবারে হাতের নাগালে পেয়ে যাবেন এবং খুব সহজেই ব্যবহার করতে পারবেন।