Papiya Paul

দশম শ্রেণীতে পড়তেই অভিনয়ে সুযোগ, রইল ‘গৌরী এলো’ সিরিয়ালের অভিনেত্রীর আসল পরিচয়

প্রত্যেকটা বাঙালি বিনোদনের জন্য সন্ধ্যা থেকেই টিভির সামনে বসে পড়ে। আর এরপরই শুরু হয় একের পর এক সিরিয়াল। সারাদিনের ক্লান্তির পর নিজের জন্য এই সময়টুকু কাটাতে চান বাঙালিরা। আর তাই প্রতিনিয়ত নিত্য নতুন ধারাবাহিক নিয়ে আসেন চ্যানেল কর্তৃপক্ষরা।

   

এমনিতেই বাংলার দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলা ও স্টার জলসা। এরা একে অপরকে টক্কর দেওয়ার জন্য বারবার নিত্য নতুন সিরিয়াল দর্শকদের সামনে নিয়ে আসছে। এবার খুব শীঘ্রই শুরু হতে চলেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘গৌরী এলো’। ইতিমধ্যেই এই সিরিয়ালের প্রোমো শেয়ার করা হয়ে গিয়েছে। এখানে এক ঝাঁক চেনামুখের সঙ্গে দেখা যাবে নতুন নায়িকাকে।

এই ধারাবাহিকে গৌরির ভূমিকায় অভিনয় করবেন মেঘনা মাইতি। যাকে বেশ কয়েক মাস আগে টিভির পর্দায় দেখেছিলেন দর্শকেরা। তখন অবশ্য নায়িকার বেশে নয় বরং জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী হিসেবে। এই নতুন ধারাবাহিকের প্রমোশনের জন্য দাদাগিরির মঞ্চে উপস্থিত হয়েছিল গৌরী এল গোটা টিম।

সেখানে গিয়ে এই নতুন নায়িকার সম্পর্কে অনেক কিছু জানা গিয়েছে। জানা যায়, এই নবাগতা নায়িকা এখনো পর্যন্ত মাধ্যমিক পাশ করেননি। এই সবে দশম শ্রেণীতে উঠেছেন তিনি। মেঘনা মফস্বল মুর্শিদাবাদে থাকেন, আর কাশীশ্বরী গার্লস হাই স্কুলে লেখাপড়া করেন। ছোটবেলা থেকে কোনদিনই অভিনেত্রী বা অভিনয় করার ইচ্ছে ছিল না তার, নাচ নিয়েই জীবনে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন।

আর তাই ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। সেখান থেকে ভাগ্যের চাকা ঘোরে। বাংলা সিরিয়ালে চান্স পেয়ে যান তিনি। এই ধারাবাহিক দিয়েই অভিনয় জগতে পা রাখবেন মেঘনা। এই সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। এছাড়া খলনায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষকে। এছাড়া থাকছেন ভাস্কর চট্টোপাধ্যায় ও দ্বৈপায়ন দাসের মত অন্যান্য অভিনেতারাও।