Goutam Adani

anita

Gautam Adani: নিমেষের মধ্যে পাবেন কনফার্ম টিকিট! নতুন অ্যাপ এনে চমক দিলেন গৌতম আদানি

নিউজ শর্ট ডেস্ক: এবার ট্রেনের টিকিট কাটা (Train Ticket Booking) হবে আরও সহজ। যাত্রীদের জন্য এবার এক দুর্দান্ত ওয়ান অ্যাপ (One App) অনলেন গৌতম আদানি (Gautam Adani)। এই অ্যাপের সাহায্যে খুব দ্রুত যেকোনো ট্রেনের টিকিট কাটতে পারবেন রেলযাত্রীরা। জানা যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা আইআরটিসির সাথে মিলিয়ে হাত মিলিয়ে এবার এক নতুন অ্যাপ এনেছে গৌতম আদানির আদানি গোষ্ঠী। তবে এই অ্যাপের মাধ্যমে শুধু ট্রেনের টিকিটই নয় বুকিং করা যায় হোটেল রুম- ও।

   

আদানি ওয়ান অ্যাপ কি?

শুধু ট্রেন নয় একইসাথে যাত্রীদের জন্য প্লেন এবং বাসের জন্যও টিকিট বুক করা যাবে আদানি গোষ্ঠীর এই অ্যাপের মাধ্যমে। কাজে বোঝাই যাচ্ছে আগামী দিনে এক ছাতার তলায় যাত্রীদের একাধিক পরিষেবা দেবে গৌতম আদানির আদানি ওয়ান অ্যাপ। তবে শুধু অ্যাপই নয় পাশাপাশি এই সংস্থার পক্ষ থেকে যাত্রীদের জন্য আনা হয়েছে আলাদা ওয়েবসাইটও।

এখান থেকে যাত্রীরা টিকিট বুকিং-এর পাশাপাশি ট্রেন,প্লেন এবং ফ্লাইট সংক্রান্ত নানা তথ্য জানতে পারবেন। তাছাড়া পছন্দের হোটেলও বুকিং করা যাবে।

ট্রেনের টিকিট কাটা,Train Ticket Booking,ওয়ান অ্যাপ,One App,গৌতম আদানি,Gautam Adani,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কী ভাবে ব্যবহার করা যাবে?

প্লে স্টোরে গিয়ে আদানি ওয়ান সার্চ করলেই যে অ্যাপ আসবে সেই অ্যাপটিই ফোনে ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপের হোমপেজে ফ্লাইট, ট্রেন, ক্যাব বুকিং, বাস-সহ একাধিক অপশন পাওয়া যাবে। আদানি গ্রুপের টিকিট বুকিং এই অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের ফোনেই উপলব্ধ।

আরও পড়ুন: ফুলের মত সুন্দর গ্রাম! দার্জিলিং নয়, এই পাহাড়ি জায়গায় একবার গেলেই প্রেমে পড়ে যাবেন

ট্রেনের টিকিট বুক করার জন্য কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন সেই তথ্য দিলেই পরপর টাইম টেবিল অনুযায়ী সমস্ত ট্রেনের তালিকা ফুটে উঠবে স্ক্রিনে। সেখান থেকেই তারিখ, কোটা ইত্যাদি বেছে নেওয়া যাবে। এই অ্যাপে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এই অ্যাপে ফ্রি ক্যানসেলেশন ফি’র সুবিধাও পাওয়া যাবে।

ট্রেনের টিকিট কাটা,Train Ticket Booking,ওয়ান অ্যাপ,One App,গৌতম আদানি,Gautam Adani,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

একই পদ্ধতিতে এই অ্যাপ থেকেই ফ্লাইট বুকিং করা যাবে। এছাড়াও ক্যাব বুকিং এবং বাসের টিকিটও কাটা যাবে। শুধু তাই নয়, খাবার অর্ডার কিংবা গাড়ি পার্কিংয়ের মতো সুবিধাও পাওয়া যাবে।

টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অথরাইজড ট্রেন টিকিট বুকিং অ্যাপ আইআরটিসির মতোই পরিষেবা পাওয়া যাবে এই অ্যাপে। তবে এখানে পেমেন্ট করার সময় সাবধানে করতে হবে। এখানে ডিসকাউন্ট অফার এবং রিওয়ার্ডস অপশনও আছে। সূত্রের খবর, আগামীদিনে এই অ্যাপে সিনেমার টিকিট বুকিং করার পরিষেবাও পাওয়া যাবে।