Government

Papiya Paul

Government: রাজ্যের কৃষকদের জন্য বিনামূল্যে এই মেশিন দিচ্ছে সরকার! কারা পাবেন এই সুবিধা?

নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের বহু মানুষ কৃষিকাজ করে নিজেদের জীবিকা অর্জন করে থাকেন। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় কৃষকেরা সারা বছর কঠোর পরিশ্রম করেও তাদের অর্থনৈতিক অবস্থা একদম নিচের দিকেই থাকে। আর এই কারণে  কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে ২০১৯ সালে একটি বিশেষ প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের নাম হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অনেক রকমের সুযোগ সুবিধা দেওয়া হতো। তবে এবার এই প্রকল্পে আরো অনেক কিছু সংযোজন করা হয়েছে।

   

কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা:
এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে সর্বাধিক ১০ হাজার টাকা অর্থ সাহায্যে দেওয়া হতো। আর এবার রাজ্যের দরিদ্র কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কৃষি সেচ যোজনার মাধ্যমে কৃষকদের বিনামূল্যে সেচ যন্ত্র দেওয়া হবে। রাজ্যের কৃষকেরা এবার ফোয়ারা সেচের জন্য স্প্রিংকলার এবং বিন্দু সেচের জন্য ড্রিপ মেশিন পাবেন সম্পূর্ণ বিনামূল্য।

কারা আবেদন করতে পারবেন?
রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা দরিদ্র কৃষকেরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় কৃষিকাজ ভালো হলেও এখানে অঞ্চলে এত বেশি শুষ্ক থাকে তাই জলের সমস্যা হয়। তাই এইসব অঞ্চলে জলের সংকট যাতে না হয় এর জন্য স্প্রিংকলার সেচ এবং ড্রিপ সেচ যন্ত্র দেওয়া হবে বিনামূল্য।

আরও পড়ুন: Toto Driver Rules: রাস্তায় টোটোর ‘দাদাগিরি’ শেষ! এবার মানতে হবে এই বিশেষ নিয়ম, নাহলে বাতিল লাইসেন্স!

খরচ কত?

চাষের সুবিধার জন্য এই স্প্রিংকলার সেচ মেশিনের জন্য খরচ হয় ২০ হাজার টাকা। আর ড্রিপ সেচ মেশিন বসানোর জন্য খরচ হয় ৭০ হাজার টাকা। এত দামি মেশিন কৃষকের পক্ষে বসানো অসম্ভব হয়ে পড়ে। আর তাই রাজ্য সরকারের বিশেষ এই প্রকল্পের সাহায্যে বিনামূল্যে কৃষকদের জন্য এই মেশিনগুলোর ব্যবস্থা করা হয়েছে তবে এক্ষেত্রে কৃষকদের শুধুমাত্র জিএসটি চার্জ দিতে হবে। এই জিএসটি চার্জের টাকা দিলেই তারা এই উন্নত মানের যন্ত্রগুলো পেয়ে যাবেন।