পার্থ সারথি মান্না, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মী তথা পেনশনারদের জন্য দারুণ সুখবর! গতবছরের শেষের দিকেই ৩% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে। তবে ইতিমধ্যেই জানুয়ারি ২০২৫ শেষ হয়ে গিয়েছে। হিসেবে মত জানুয়ারি মাসেই নতুন করে মহার্ঘ ভাতা ঘোষণা হওয়ার কথা তাই আশা করা হচ্ছে শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা মিলবে। ফলে আরও ৩-৪% বেড়ে যাবে মহার্ঘ ভাতা।
ফের আসতে পারে DA বৃদ্ধির ঘোষণা
বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ৫৩% হিসাবে মহার্ঘ ভাতা পান। এর সাথে যদি ৩% অতিরিক্ত ঘোষণা করা হয় তাহলে বেসিকের উপর ৫৬% আর যদি ৪% ঘোষণা করা হয় তাহলে বেসিকের উপর ৫৭% হারে DA পাবেন কর্মীরা। সেই অনুযায়ী বাড়বে পেনশনের টাকার পরিমাণও। কবে নাগাদ হতে পারে ঘোষণা?
যেমনটা জানা যাচ্ছে, ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যেই নতুন AICPI ইনডেক্স অনুযায়ী ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে। তবে এমাসে হোক বা সামনের মাসে একবার ঘোষণা হলে সেটা জানুয়ারি মাস থেকেই লাগু হবে ফলে কর্মীদের পকেটে আরও কিছু টাকা বেশি আসবে প্রতিমাসে। যেটা বাড়তে থাকা মূল্যবৃদ্ধির বাজারে কর্মী ও পেনশনভোগীদের কিছুটা সুরাহা করবে।
৩% বাড়লে কত টাকা অতিরিক্ত মিলবে?
যদি নতুন করে ৩% DA বৃদ্ধির ঘোষণা করা হয় তাহলে নতুন DA এর হার হবে ৫৬%। সেই হিসাবে কত টাকা অতিরিক্ত পাবেন কর্মীরা? এক্ষেত্রে যদি বেসিক ১৮,০০০ টাকা হয় তাহলে ৫৪০ টাকা অতিরিক্ত পাওয়া যাবে। একইভাবে বেসিক পে ২৫,০০০ টাকা হলে ৭৫০ টাকা ও ৫০,০০০ এর ক্ষেত্রে ১৫০০ টাকা অতিরিক্ত পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ৯৯ টাকায় আনলিমিটেড কলিং, ৪৫০ লাইভ টিভি চ্যানেল! বাজার কাঁপানো অফার BSNL-র
প্রসঙ্গত, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী দেশের মূল্যবৃদ্ধির আন্দাজ করা হয়। জুলাই থেকে নভেম্বর মাসে যেটা ছিল ১৪৪.৫% সেই হিসাবে DA এর হার ৫৫.০৫% হওয়া উচিত। তাই আশা করা হচ্ছে নূন্যতম ৩% বৃদ্ধি করা হবে মহার্ঘ ভাতার ক্ষেত্রে। এখন অপেক্ষা সরকারের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা আসার।