বরাদ্দ ১৭৯ কোটি, তবে কি বাড়বে ফ্রি চাল-ডালের পরিমাণ? রেশন নিয়ে বড় ঘোষণা সরকারের

বরাদ্দ ১৭৯ কোটি, তবে কি বাড়বে ফ্রি চাল-ডালের পরিমাণ? রেশন নিয়ে বড় ঘোষণা সরকারের

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের দরিদ্র মানুষদের খাদ্যের সুরক্ষা প্রদানের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ফ্রি রেশন প্রকল্প (Free Ration Scheme) চালু করা হয়েছে। যেখানে কার্ডের ভিত্তিতে বিনামূল্যেই চাল, গম প্রদান করা হয়। সাধারণত খুব এক বদল হয় না রেশন সামগ্রীর পরিমাণে, তবে সম্প্রতি এক নতুন ঘোষণা এসেছে। কি বদলে হল? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

রেশন নিয়ে বড় ঘোষণা সরকারের

এপর্যন্ত রাজ্যের যোগ্য রেশন কার্ড হোল্ডারদের চাল ও গম দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য ৫০-৫০ খরচ বহন করে। আর উত্তরপ্রদেশ সরকারের হিসেবে অনুযায়ী মোট ৩.১৬ কোটি পরিবারকে রেশন কার্ড দেওয়া হয়েছে। যার মধ্যে ৪০.৭৩ লক্ষ পরিবারকে অন্ত্যোদয় কার্ড দেওয়া হয়েছে। অন্ত্যোদয় কার্ডের আওতায় ১.২৯ কোটি মানুষ রয়েছেন। নতুন করে উপযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য বিশেষ অভিযান চলছে, যাতে কেউ বাদ না পড়ে। তবে যাদের কার্ড রয়েছে তাদের অবশ্যই e-KYC কমপ্লিট করতে হবে। নাহলে চালু রেশন কার্ডও বন্ধ হয়ে যেতে পারে।

রেশন ব্যবস্থার জন্য ১৭৯ কোটির বরাদ্দ ঘোষণা

সম্প্রতি জানা যাচ্ছে উত্তর প্রদেশ সরকার রেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উদ্যোগী। যে কারণে ১৭৯.৪২ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে। যেটা আগামী দিনে রাজ্যের দরিদ্র মানুষদের খাদ্যের সুরক্ষা নিশ্চিত করবে। এই বিপুল পরিমাণ অর্থ রেশন পরিবহন, সংরক্ষণ, লোডিং-আনলোডিং ও ফেয়ার প্রাইস শপে বিতরণের জন্য ব্যবহার হবে।

এছাড়াও জানানো হয়, খাদ্য সংরক্ষণ ও সরবরাহ পক্রিয়া আরও শক্তিশালী করা হবে, যাতে প্রতিটি স্তরে খাদ্য বিতরণে কোনো সমস্যা না হয়। পুরো প্রকল্পটি পর্যবেক্ষণ করবেন খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের কমিশনার, যাতে প্রকৃত উপকারভোগীরা সঠিকভাবে রেশন পায় ও  কোনো অনিয়ম না ঘটে।

আরও পড়ুনঃ রেশন কার্ডে নতুন নিয়ম, ফ্রিতে চাল-নুন-গম পাবেন শুধুমাত্র এই গ্রাহকরা! রইল পুরো লিস্ট

কোন কার্ডে কত রেশন?

এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে কোন কার্ডে কত কেজি রেশন সামগ্রী পাওয়া যাবে। এর উত্তরে জানা যাচ্ছে সাধারণ রেশন কার্ড গ্রাহকেরা ২ কেজি গম ও ৩ কেজি চাল পাবেন। এর জন্য কোন টাকা লাগবে না। তবে যদি অন্ত্যোদয় কার্ড থাকে তাহলে পরিবারপিছু ১৪ কেজি গম ও ২১ কেজি চাল, মোট ৩৫ কেজি খাদ্যশস্য পপাওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥