Government of West Bengal announces Half Day Holiday for Jamai Sasthi on 12th June

Partha

New Holiday: সোনায় সোহাগা বাংলার জমাইরা! জামাইষষ্ঠীতে রাজ্য সরকারের কর্মীদের বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী

নিউজশর্ট ডেস্কঃ এবছরের শুরু থেকেই একেরপর এক ছুটি (Holiday) পেয়েই চলেছেন রাজ্য সরকারের কর্মীচারীরা (State Government Employee)। একদিকে যেমন লোকসভা নির্বাচনের জেরে স্কুল, কলেজ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তেমনি গরমের ছুটিও পরে গেছিল। সবেমাত্র শেষ হওয়ার কথা গরমের ছুটি। তবে তার আগেই আবার নতুন করে ছুটি (New Government Holiday) ঘোষণা করলে পশ্চিমবঙ্গ সরকার।

   

সামনেই জামাইষষ্ঠী, আর সেই উপলক্ষেই নতুন ছুটি ঘোষণা করলে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। বিগত শুক্রবার নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে জানানো হয়েছে আগামী ১২ই জুন জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের অর্থদিবস ছুটি থাকবে অর্থাৎ এদিন দুপুর ২টো বাজলেই ছুটি।

এমন ছুটি অবশ্য প্রথমবার দেওয়া হচ্ছে না। এর আগেও জামাইষষ্ঠী উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে। ২০২১ সালেই জামাইষষ্ঠীতে গোটা দিন ছুটি ধার্য্য করা হয়েছিল। এরপরও একাধিকবার অর্থদিবস ছুটি দেওয়া হয়েছে। আসলে গোটা দিন ছুটি হয়ে গেলে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। তাই সব দিক বিবেচনা করে হাফ ডে ছুটি ঘোষণা করা হয়েছে।

West Bengal Government,Government Holiday,Jamai Sasthi,জামাইষষ্ঠী,সরকারি ছুটি,পশ্চিমবঙ্গ সরকার,সরকারি ছুটির তালিকা,জামাইষষ্ঠীর ছুটি

আরও পড়ুনঃ স্কুল খুললেও পড়াশোনার ছুটি! কিন্তু কেন? সামনে এল গরমের ছুটির বড় আপডেট

অবশ্য এখানেই শেষ নয়, জামাইষষ্ঠীর পরেই আবারো ৩ দিনের ছুটি রয়েছে। আগামী ১৭ই জুন বিক্রি ঈদ, যেটা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য উৎসব তাই ওই দিনে ছুটি দেওয়া হয়েছে। তবে ১৭ই জুন সোমবার হওয়ায় তার আগে শনি ও রবিবারেও ছুটি মিলবে। অর্থাৎ টানা ৩ দিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা।

চাইলে এই তিনদিনের ছুটিতে কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসতেই পারেন সকলে। বিশেষ করে গরম থেকে বাঁচতে অনেকেই উত্তরবঙ্গের পথে পাড়ি দিচ্ছেন। কিংবা সমুদ্রের দিক থেকেও ঘুরে আসা যেতেই পারে।