Government of West Bengal giving Medhashree Scholarship for Students

শুধুই নয় লক্ষীর ভান্ডার! এবার এই প্রকল্পে মিলবে আরও ৮০০ টাকা, আপনি পাবেন তো?

নিউজশর্ট ডেস্কঃ লোকসভা ভোটে ব্যাপক জয় লেভার পর যেন উপহারের ঝাঁপি খুলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। একেরপর এক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। লক্ষীর ভাণ্ডারে টাকা আগেই বাড়ানো হয়েছিল এবার রাজ্যের ছাত্রছাত্রীদের জন্যও বিশেষ সুবিধা প্রদান করা হবে।

স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মত একাধিক প্রকল্প রয়েছে। এরই সাথে আছে আরও এক প্রকল্প ‘মেধাশ্রী স্কলারশিপ’ (Medhashree Scholarship)। যে সমস্ত পড়ুয়ারা আর্থিক কারণে পিছিয়ে পড়ছে তাদের জন্যই এই প্রকল্প। যাতে করে পড়াশোনার ক্ষেত্রে কনরকম অসুবিধা না হয়। কিভাবে আবেদন করা যাবে? কি যোগ্যতা? জানতে হলে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

পশ্চিমবঙ্গ সরকারের ‘মেধাশ্রী স্কলারশিপ’ (Medhashree Scholarship by Government of West Bengal)

পশ্চিমবঙ্গের এসসি ও ওবিসি সম্প্রদায়ের পড়ুয়াদের আর্থিক কারণে যাতে পড়াশোনা না ক্ষতিগ্রস্ত হয় তার জন্যই সরকারের তরফ থেকে মেধাশ্রী স্কলারশিপ চালু করা হয়েছে। এইপ্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে তা নিচে দেওয়া হলঃ

  • আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী পড়ুয়াকে পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্র/ছাত্রী হতে হবে।
  • যে এই স্কলারশিপের জন্য আবেদন করবে তার পারিবারিক বার্ষিক যায় সর্বাধিক ২.৫ লক্ষ হতে হবে। তবেই এই স্কলারশিপ পাওয়া যাবে।

আরও পড়ুনঃ অ্যাকাউন্টে টাকা ঢুকল বলে, প্রতি মাসে ৩০০০ পাবে মহিলারা

সফলভাবে আবেদন করা হলে বার্ষিক ৮০০ টাকার বৃত্তি পাওয়া যাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে প্রথমেই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ও অর্থ কর্পোরেশনের মেধাশ্রী ওয়েবসাইট “https://www.wbmdfc.org” এ যেতে হবে। সেখান থেকে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X