পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের জন্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। এবার জানা যাচ্ছে প্রায় ১ কোটি ৭৬ লক্ষেরও বেশি মানুষকে বিশেষ সুবিধা দেওয়া হবে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে। কারা এই সুবিধা পাবে আর কিভাবেই বা পাবেন? জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ অবধি দেখুন।
১ কোটি ৭৬ লক্ষ মানুষের জন্য সামাজিক সুরক্ষা
আসলে আরও রাজ্যের একটা বড় সংখ্যার মানুষের অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। তাদের ভবিষ্যৎ রাখার স্বার্থ্যেই প্রভিডেন্ড ফান্ড বা PF এর মত সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছে মমতা বান্ধোপাধ্যায়য়ের সরকারের তরফ থেকে। যে কোনো ব্যক্তি ১৮ বছর বয়স হলেই এই প্রকল্পে নাম লেখাতে পারবেন। যার ফলে ৬০ বছর বয়স হলে এককালীন ২ লক্ষ ৭২ হাজার টাকা পাওয়া যেতে পারে।
এখানেই শেষ নয়, সাথে অ্যাকসিডেন্টাল বেনিফিট থেকে শুরু করে আরও একাধিক সুবিধাও থাকবে। আগে এই প্রকল্পের জন্য যিনি বই করেছেন তাকে ২৫ টাকা দিতে হত বাকি ৩০ টাকা দিত রাজ্য সরকার। তবে ২০২০ সালের এপ্রিল মাস থেকে সব টাকাই সরকার দিচ্ছে।
সামাজিক সুরক্ষা প্রকল্পে আধুনিকীকরণ করতে চাইছেন মুখ্যমন্ত্রী
পিএফ এর মত কাজ করলেও পিএফের ক্ষেত্রে তথ্য অনলাইনে যেমন দেখ যায় তেমনি টাকা জমা পড়লেই তৎক্ষণাৎ উপভোক্তার ফোনে মেসেজ পৌঁছে যায়। কিন্তু সামাজিক সুরক্ষা প্রকল্পে সরাকর টাকা দিলেও সেটা প্রতিমাসে ঠিক সময়ে জমা পড়ছে কি না বা কতটাকা জমছে সেটা জানার তেমন কোনো উপায় নেই। একটি পাশবই দেওয়া হয়, যেখানে প্রতিমাসের টাকা জমার হিসাবে একটি সই থাকে। তবে এক্ষেত্রে অনেকটাই সময় লেগে যায়।
তাই সরকার চাইছে গোটা পক্রিয়ার আধুনিকীকরণ করে আরও স্বচ্ছতা আনতে। অর্থাৎ টাকা জমা পড়লেই যেন উপভোক্তার ফোনে এসএমএস চলে যায়। শীঘ্রই এই ব্যবস্থা চালু করা হবে বলেও জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ ফের আড়াই দিন বন্ধ মেট্রো পরিষেবা, কবে ও কখন? বিজ্ঞপ্তি জারি করলে কলকাতা মেট্রো
প্রসঙ্গত, ২০১১ সালে সরকার বদল হওয়ার পর সমস্ত স্কিম একত্রে এনে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছিল। এর জন্য প্রতিমাসে ৯৬ কোটি টাকা খরচ রাজ্যের। সেই হিসাবে পৰিবচোর ১২০০ কোটি টাকার কাছাকাছি খরচ করে রাজ্য।