Call Forwarding

anita

Call Forwarding: Jio, Airtel ও VI গ্রাহকদের জন্য দুঃসংবাদ, ১৫ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই জনপ্রিয় পরিষেবা!

নিউজ শর্ট ডেস্ক: এখনাকর দিনে স্মার্টফোনের ব্যবহার যেমন সহজ তার থেকেও বেশি সহজ বিভিন্ন ধরণের প্রতারণার শিকার হওয়া। বিশেষ করে স্মার্টফোনে কল ফরওয়ার্ডিংয়ের (Call Forwarding) মাধ্যমে যে প্রতারণা করা হয় তা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ কিন্তু বহু দিনের। অনেক দিন ধরেই এই প্রতারণার (Scam) শিকার হচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ।

   

এই কারণেই বিগত দিনে এই পরিষেবা  বন্ধ করার আবেদন জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বহু স্মার্টফোন ব্যবহারকারী। আর এবার ব্যবহারকারীদের আর্জিকে মান্যতা দিয়ে এই কল ফরওয়ার্ডিংয়ের বিষয়ে একটি  বড় পদক্ষেপ নিল টেলিকম দফতর। এই মুহূর্তে আমাদের দেশের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা হল জিও,এয়ারটেল এবং ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়া।

এবার দেশের বৃহত্তম এই তিন টেলিকম সংস্থাকেও কল ফরওয়ার্ডিং পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকম বা DoT। জানা যাচ্ছে আগামী ১৫ই  এপ্রিল থেকে কল ফরওয়ার্ডিং পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।

কল ফরওয়ার্ডিং,Call Forwarding,জিও,Jio,এয়ার্টেল,Airtel,ভিআই,VI,পরিষেবা বন্ধ,Stop Service,সরকারি নির্দেশ,Government Order,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali

সাধারণত *401# এর  মতো  USSD কোড দিয়েই এই কল ফরওয়ার্ডিং পরিষেবা চালু করা হয়। তবে এবার এই পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।  অনেক সময় IMEI নম্বর এবং ব্যালেন্স জানার জন্যও এই ধরনের USSD কোড ব্যবহার করা হয়। কিন্তু, ইতিপূর্বে এই কোডকে কাজে লাগিয়েই  একাধিকবার অনলাইন প্রতারণার খবর সামনে এসেছে।

আরও পড়ুন: একটানা ৬৫ দিন মিলবে এই রিচার্জ প্ল্যানের সুবিধা, আনলিমিটেড কলের সাথে থাকছে আরো অফার!

কী ভাবে কল ফরওয়ার্ডিং প্রতারণা করা হয়?

এক্ষেত্রে প্রথমেই কাস্টমার সার্ভিস বা টেকনিক্যাল সাপোর্ট স্টাফ হিসাবেই সবাইকে কল করে সাইবার প্রতারকরা। তারপর সিম কার্ডে সমস্যা রয়েছে বলে  প্রথমেই একটি ভুয়ো অভিযোগ করা হয়, আর পরে তা ঠিক করার জন্যই একটি USSD কোড ডায়াল করতে বলা হয়।

কল ফরওয়ার্ডিং,Call Forwarding,জিও,Jio,এয়ার্টেল,Airtel,ভিআই,VI,পরিষেবা বন্ধ,Stop Service,সরকারি নির্দেশ,Government Order,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali

এই USSD কোড হল *401#। যা স্মার্টফোন ব্যবহারকারী ডায়াল করা মাত্রই কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভেট হয়ে যায়। এরফলে এরপর থেকে ব্যবহারকারীর ফোনে যত কল আসবে তা ফরওয়ার্ড করে দেওয়া হয় প্রতারকদের নেটওয়ার্কে। তাই এই জালিয়াতি রুখতেই USSD কোড সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

কল ফরওয়ার্ডিং প্রতারণা থেকে বাঁচার উপায়?

এই প্রতারণার হাত থেকে বাঁচতে গেলে প্রথমেই ,খেয়াল রাখবেন টেলিকম সংস্থা কখনই আপনাকে *401# ডায়াল করতে বলবে না। তাছাড়া ফোনের সেটিংস থেকেও গিয়েও কল ফরওয়ার্ডিং বন্ধ করা যেতে পারে। তাছাড়া টেলিকম দফতরের থেকেও স্পষ্ট জানানো হয়েছে, খুব প্রয়োজন না হলে যেন এই *401# কোড ডায়াল করা না হয়।