Digha

anita

Digha: এবার দীঘাতেই মিলবে গোয়ার আনন্দ! পর্যটকদের খরচ কমাতে দোলের আগেই বড়সড় সিদ্ধান্ত

নিউজ শর্ট ডেস্ক: ভ্রমণ পিপাসু বাঙালির কাছে ‘দী-পু-দা’ অর্থাৎ দীঘা (Digha)-পুরী-দার্জিলিং এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার নেই কিছুই। বিশেষ করে পর্যটক টানতে সমুদ্র শহর দীঘা যে ভাবে দিনে দিনে সেজে উঠছে তা এককথায় অনবদ্য। তাই এখন প্রায় সারা বছরই দিন-দুয়েকের ছুটিতে দীঘা ঘুরতে যেতে পছন্দ করেন কমবেশি সকলেই।

   

আর এখন দীঘা ঘুরতে গেলে শুধুই সমুদ্র স্নান নয় সেইসাথে দীঘার আশপাশের বিভিন্ন জায়গাও ঘুরতে বেরিয়ে পড়েন পর্যটকরা। তাই সবমিলিয়ে দীঘায় ঘুরতে গেলেও বেশ ভালোই টাকা খরচ হয়। তবে এবার দীঘা বেড়ানোর খরচ কমানোর জন্য এক দারুন সিদ্ধান্ত নিয়েছে সরকার (Government)।

জানা যাচ্ছে,সরকারের এই সিদ্ধান্ত আমূল পাল্টে দিতে চলেছে সৈকত সুন্দরী দীঘাকে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এবার থেকে দীঘাতেই মিলবে গোয়ার (Goa) সমুদ্র (Beaches) দর্শনের স্বাদ। তাই অবসরে ছুটি  কাটানোর জন্য আর গোয়া নয়, দীঘাতেই ছুটে আসবেন পর্যটকরা। এমনকি বার বার গোয়া যাওয়ার প্ল্যান করেও ক্যান্সেল হয়ে যাওয়ায় যারা হাত কামড়াচ্ছেন, এবার তাদেরও মন খারাপের দিন শেষ হতে চলেছে।

দীঘা,Digha,গোয়া,Goa,খরচ,Cost,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এবার বাঙালির প্রিয় দীঘা গিয়েই পাওয়া যাবে গোয়ার মতো আনন্দ। শুধু তাই নয়, খরচও হবে নামমাত্র। সমুদ্রপ্রেমীরা ভালোই জানেন গোয়ায় বাইক বা স্কুটি সার্ভিস ব্যাপক জনপ্রিয়। তাই অনেকেই বাইক বা স্কুটি ভাড়া করে গোয়া ভ্রমণে করেন। আর তাই এবার বাংলার পর্যটকদের কথা ভেবেই দীঘাতেও গোয়ার মতই বাইক বা স্কুটি সার্ভিস পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন।

আরও পড়ুন: ছোট্ট এই কাজ করলেই হাতে আসবে কড়কড়ে ৫ হাজার টাকা! সুযোগ হলে লুফে নিতেন আপনিও

পর্যটকদের খরচ কমাতেই এবার দীঘা,দার্জিলিং, মন্দারমনি ও কলকাতা মোট চারটি জায়গায় এই ‘রেন্ট আ বাইক’ পরিষেবা চালু করা হবে। এপ্রসঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন , ‘বেশ কিছু জায়গায় বাইক ভাড়া করে চালানোর বিষয়টি চালু আছে। এ বার এ রাজ্যেও এই ব্যবস্থা চালু করা হল।’

Digha

কি ভাবছেন দীঘায় বাইক পরিষেবা কবে চালু হবে? এ প্রসঙ্গে কাঁথির মহকুমা শাসক তথা দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, ’ পরিবহন দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশ এখনওএসে পৌঁছায়নি দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ আধিকারিক বা কাঁথি মহকুমা শাসকের কাছে। এই সংক্রান্ত নির্দেশ এলেই তা কার্যকর করা হবে দ্রুতই।’