পার্থ সারথি মান্না, কলকাতাঃ সারা সপ্তাহের কাজের চাপে ক্লান্ত? একটু হাওয়া বদল কিংবা ছুটি কাটাতে মন চাইছে? এক্ষেত্রে বাঙালির সস্তায় পুষ্টিকর ভ্রমণ ডেস্টিনেশন হল দিঘা, পুরী থেকে শুরু করে আরও কয়েকটি অতিপরিচিত জায়গা। প্রায় সারাবছরই এই জায়গাগুলিতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। ট্রেন থেকে বাস সবই রয়েছে তবে এবার আরও একটি সুখবর দিল রাজ্য সরকার। জনপ্রিয় এই পর্যটনস্থলগুলির জন্য চালু হবে সরকারি বাস পরিসেবা। কোন কোন রুটে আর কত হবে ভাড়া? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
জনপ্রিয় ছয় রুটে চালু হচ্ছে সরকারি বাস
শুধুমাত্র দিঘা নয়, মায়াপুর, তারাপীঠ, পুরী থেকে শিলিগুড়ি ও পুরুলিয়া এই ছয়টি জায়গা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সমস্ত জায়গাতেই পৌঁছানোর জন্য ট্রেন রয়েছে তবে হুট করে প্ল্যান হলে টিকিট কনফার্ম হওয়া মুশকিল। এছাড়া বেসরকারি বাস পরিষেবা আছে ঠিকই, তবে তাতে খরচ কিছুটা হলেও বেশি। তাই এবার সস্তায় বাস পরিষেবা চালু করতে চলেছে সরকার।
পরিবহন দফতরসূত্রে জানা যাচ্ছে বেসরকারি বাসের তুলনায় সরকারি বাসের ভাড়া কম করে ৩০% থেকে ৪০% পর্যন্ত কম হবে। তাই মানুষের যাতায়াতের যেমন সুবিধা হবে তেমনি সাশ্রয়ও হবে অনেকটাই। এছাড়া বেসরকারি সংগঠন যেখানে মোটা টাকা লাভ করছে সেখানে সরকারও কিছু টাকা আয় করতে সক্ষম হবে।
৯ কোটি খরচে কেনা হয়েছে ভলভো বাস
জানা যাচ্ছে ইতিমদ্যয়েই নাকি ৯৬০০ সিসির ৬টি অত্যাধুনিক মডেলের ভলভো বাস কেনা হয়েছে পরিবহন দফতরের তরফ থেকে। যাঁর প্রতিটিতে ৪৩টি করে সিট রয়েছে। পুশব্যাক সিট, রিডিং লাইট থেকে এয়ার কন্ডিশনিং সবই রয়েছে এই বাসগুলিতে। মোট ৯ কোটি টাকা খরচ হয়েছে এই বাস গুলি কেনার জন্য।
আরও পড়ুনঃ
শুরুতে এগুলি ধর্মতলা ও করুণাময়ী ছুঁয়ে যাবে বলেই জানা যাচ্ছে। রুট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও কত টাকা ভাড়া নেওয়া হবে সেটা এখনও ঠিক করা হয়নি। তবে একবার টিকিটেরদের দাম ঠিক করে অনলাইনে বুকিং শুরু করলেও ভালো সাড়া মিলবে বলেই আশা করা হচ্ছে। এছাড়া আগামীদিনে কলকাতা থেকে বকখালি ও মন্দারমণি রুটেও বাস পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।