সুখবর, কন্যা সন্তান জন্ম দিলেই মিলবে ২১,০০০ টাকা! বড়োসড়ো ঘোষণা সরকারের

নিউজশর্ট ডেস্কঃ প্রত্যেকটি মেয়ের স্বপ্ন থাকে মা হওয়ার। অনেক শারীরিক ধকল মিটিয়ে একজন মেয়ে মা হন। আপনি যদি সদ্য মা হয়ে থাকেন এবং তার সাথে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি দারুণ সুখবর রয়েছে। আমাদের দেশে কেন্দ্র এবং রাজ্য সরকার কন্যাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক প্রকল্প চালু করেছে। এমনকি কন্যা সন্তান জন্মানোর সাথে সাথে আর্থিক সহায়তা ও প্রদান করা হয়।

কিন্তু তবুও বহু মানুষ কন্যা সন্তান জন্ম নিলে দুঃখ প্রকাশ করে। হরিয়ানা সরকার(Haryana Government) ২০১৫ সালে একটি প্রকল্প চালু করেছে। যার নাম ‘আপকি বেটি হামারী বেটি যোজনা’ অর্থাৎ আপনার যদি কন্যা সন্তান জন্মায় তাহলে সরকার আপনাকে টাকা প্রদান করবে। শুনতে অবাক লাগলে এই ঘটনাটি একদমই সত্য। হরিয়ানাতে কন্যা ভ্রূণ হত্যার ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে।

তাই হরিয়ানা সরকার রাজ্যে কন্যা সন্তানের জন্মকে উৎসাহিত করার জন্য এবং লিঙ্গ অনুপাত সমান করার জন্য এই প্রকল্প চালু করেছে। এই পরিস্থিতিতে রাজ্যের মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছে। দারিদ্র সীমার নিচে বসবাসকারী এসসি এবং বিপিএল পরিবারের প্রথম সন্তানের জন্মের সময় ২১,০০০ টাকা দেওয়া হবে। তবে এই টাকাটি কন্যার ১৮ বছর পূর্ণ হওয়ার পর ব্যাংক থেকে তোলা যাবে।

আপনি এই প্রকল্পের আওতায় পড়ে থাকেন এবং এই সুবিধা নিতে চাইলে বেশ কিছু শর্ত মানতে হবে। এক্ষেত্রে মেয়ের বাবা-মায়ের হরিয়ানায় স্থায়ী বাসস্থান থাকতে হবে। যার অধীনে তাদের প্রকল্পের অফিসের ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে। শিশুর জন্য স্কিমের একটি বিকল্প রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করতে হবে।

এই অপশনে ক্লিক করার পর ফর্মটি খুলে যাবে যেখানে মেয়ের নাম ও জন্ম সম্পর্কিত বিবরণ পূরণ করে কন্যার জন্ম সম্পর্কিত নথিপত্রের ই-কপি যুক্ত করতে হবে। আর সবশেষে সাবমিট অপশনে ক্লিক করে ফর্ম জমা দিতে হবে। এরপর সরকারের পক্ষ থেকেও সমস্ত তথ্য যাচাই করার পর আবেদনকারী এই স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবেন। ২০১৫ সালের জানুয়ারিরতে বা তারপরে জন্মগ্রহণকারীর কন্যাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে।

Avatar

Papiya Paul

X