পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের গরিব তথা দরিদ্র মানুষদের যাতে খাদ্যের কোনো অভাব না থাকে তার জন্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হয়। তবে এবার জানা যাচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে বাড়ানো হতে পারে বরাদ্দের পরিমাণ। ফলে সোজাসুজি রাজ্যবাসীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। কতটা বেশি পাওয়া যাবে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
রেশনের বরাদ্দ বাড়াতে পারে সরকার
PMGKAY-এর আওতায় দেশের ৮০-৮১ কোটি দরিদ্র মানুষ প্রতি মাসে ৫ কেজি করে বিনামূল্যে গম বা চাল পান। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু-এই ১০ রাজ্যের সুবিধাভোগীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। তবে এবার রেকর্ড পরিমাণ ফলন হওয়ার ফলে গমের পরিমাণ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
তিনবছর পর রেকর্ড পরিমাণ উৎপাদন
যেমনটা জানা যাচ্ছে, চলতি মৌসুমে গমের উৎপাদন ও সংগ্রহে রেকর্ড সাফল্য এসেছে। সরকারী সংস্থাগুলি ইতিমধ্যেই ২৫৬ লাখ মেট্রিক টনের বেশি গম সংগ্রহ করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ২৪-২৮% বেশি। ফলে সরকার এবার ৩১.২ মিলিয়ন টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে চলেছে, যা বিগত তিন বছরে সম্ভব হয়নি।
এবছর পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশ-এই পাঁচ রাজ্য থেকে সবচেয়ে বেশি গম সংগ্রহ হয়েছে। ২১ লাখেরও বেশি কৃষক ন্যূনতম সহায়ক মূল্য (MSP)-এর সুবিধা পেয়েছেন, এবং তাদের প্রায় ৬২,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। কৃষকরা এবার দ্রুত MSP পাচ্ছেন এবং ফসল বিক্রিতে কোনো অসুবিধা হচ্ছে না। সরকারের এই সিদ্ধান্তের ফলে রেশন কার্ড হোল্ডাররা আরও বেশি গম পাবেন বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ভারতের এই ট্রেনে চড়তে লাগে না টিকিট! ৭৫ বছর ধরে দিচ্ছে ফ্রি সার্ভিস, কোন রুটে চলে?
সরকার জানিয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হতে পারে। এই পদক্ষেপে দেশের দরিদ্র মানুষের খাদ্য সুরক্ষা যেমন নিশ্চিন্ত হবে তেমনি বাজারে গমের দামও কন্ট্রোলে থাকবে বলে আশা করা হচ্ছে।