Guddi

Moumita

বিয়ের দিন পরিবার ফিরে পেল যুধাজিৎ, অনুজকে ছেড়ে যুধাকে কাছে টানল গুড্ডি, ভাইরাল আপকামিং ভিডিও

স্টার জলসার(Star Jalsa) অন্যতম চর্চিত ধারাবাহিক হল গুড্ডি(Guddi)। TRP তালিকায় জায়গা করতে না পারলেও চর্চায় কিন্তু আছে। কারণ শুরু থেকেই গুড্ডি-অনুজ শিরিনের (Guddi-Anuj-Shirin) ত্রিকোণ প্রেম কাহিনী দেখিয়ে মানুষের অ্যাটেনশন কেড়েছিল সিরিয়ালটি।

   

যদিও সিরিয়ালের ট্র্যাক দেখে বেজায় বিরক্ত ছিল নেট নাগরিকরা। নায়িকা গুড্ডি আর শিরিনের সাথে অনুজের ত্রিকোণ প্রেম দেখে ভালোই চটেছিল সবাই। এমনকি নেটিজনরা তো সিরিয়াল বয়কট করার পাশাপাশি নাম বদলে ‘পরকীয়ার হাড্ডি’ করারও দাবি তোলেন।

বিশেষ করে অনুজের চরিত্রটি নিয়ে তো বিরক্তির শেষ ছিলনা। একজন IPS অফিসারের কি প্রেম পরকীয়া ছাড়া আর কোনো কাজ নেই! এমনটাই প্রশ্ন তুলেছিলেন নেটনাগরিকদের একাংশ। তবে লাগাতার দর্শকদের কটাক্ষের মুখে পড়ে শেষমেশ গল্পের ট্র্যাক বদলাতে বাধ্য হয় লেখিকা লীনা গাঙ্গুলী।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গুড্ডি নতুন এপিসোড,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Guddi,New Episode,বন্ধ হচ্ছে গুড্ডি,Guddi Is taking to air off

কিছুদিন আগেই অনুজ আর গুড্ডিকে আলাদা করতে ধারাবাহিকে এন্ট্রি নেয় অনুজ। যে কি না অনুজের জেঠতুতো দাদা। তবে তখন কিন্তু বিয়েটা হতে পারেনি। অনুজের প্রতি নিজের আনুগত্য বজায় রাখতে নানা অজুহাত দেখিয়ে বিয়ের নিয়মকানুন এড়িয়ে যায় গুড্ডি‌।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গুড্ডি নতুন এপিসোড,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Guddi,New Episode,বন্ধ হচ্ছে গুড্ডি,Guddi Is taking to air off

তবে তার মধ্যেই একটা লম্বা লিপ নিয়েছে সিরিয়ালটি। অনুজ এখন ডিআইজি, এবং গুড্ডি একজন এসপি। তবে এতদিন পর গুড্ডির মনে হয়েছে, এবার লাইফে মুভ অন করা দরকার। আর এটা সে একমাত্র যুধাজিৎ-র সাথেই করবে। এবং এবার মন থেকে যুধাজিৎকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু হাসির বিষয় হল, সেই বিয়ের ছবি তুলছে অনুজ।

আর এর মধ্যে এসেছে আরেকটি বড় টুইস্ট। সিরিয়ালে এন্ট্রি নিয়েছে এক সাধুবাবা। যে কী না যুধাজিৎ-র বাবা। এতদিন পর আবার ফিরে এসেছেন তিনি। আর তারপর থেকেই ধুন্ধুমার কান্ড চলছে চ্যাটার্জী পরিবারে। যুধাজিৎ-ও নিজের বাবাকে ফিরে পেয়ে খুব খুশি। একদিকে গুড্ডি অন্যদিকে নিজের বাবা, প্রিয় মানুষদের ফিরে পেয়ে এখন সুখী গৃহকোণ তার।