Arijit

অশ্বিনকে না খেলালে বয়ে বেড়াচ্ছে কেন, বিদেশের কথা ভেবে তৈরি করো কুলদীপকে, হরভজন সিং

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে দিনের পর দিন স্পিনারদের চাহিদা কমে আসছে। বিশেষ করে বিদেশের মাটিতে। আগে ভারত টেস্ট খেলতে গেলে দলে একটি কিংবা দুটি স্পিনার থাকতো, এখন বিদেশের মাটিতে খেলতে গেলে ভারতীয় দলের প্রথম একাদশ সেভাবে স্পিনারদের সুযোগ দেওয়া হয় না। স্পিন নির্ভর ভারতীয় দল এখন অনেক বেশি ভরসা করে দলের জোরে বোলারদের ওপর। আর এই বিষয়ে এবার মন্তব্য রাখলেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং।

   

এই মুহূর্তে ভারতীয় দলের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার সত্ত্বেও ইংল্যান্ডের সিরিজ তাকে বসিয়ে রাখা হল। এই বিষয়ে হরভজন সিং বলেন, আমি সত্যি জানি না, এর কী ব্যাখ্যা। চারশো উইকেট নেওয়া বোলার বিদেশে খেলার সুযোগই পাচ্ছে না। এটা হজম করা একটু কঠিন হয়ে যাচ্ছে। যদি তোমার হাতে বিশ্বসেরা স্পিনার থাকে, তা হলে খেলাও তাকে। না হলে শুধু শুধু বেড়াতে নিয়ে যাচ্ছ কেন? একটা ম্যাচও খেলাচ্ছ না মানে তো তোমরা মানছই না ওই পরিবেশে খেলার যোগ্য অশ্বিন। তা হলে তো অন্য কাউকে চেষ্টা করে দেখতে হবে।

হরভজন সিং এর মতে যদি অশ্বিনকে একান্তই না খেলানো হয় সেক্ষেত্রে বিদেশের মাটিতে স্পিনার হিসাবে কুলদীপ যাদব কে তৈরি করা দরকার। কারণ কুলদীপ যাদব ইতিমধ্যেই অস্ট্রেলিয়া মাটিতে ইতিমধ্যে ৫ উইকেট নিয়ে ফেলেছে।