গতকাল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে ১৪৭ রান তুলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে 5 উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় ক্রিকেট দল।
ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে এই ম্যাচে জয়ের নায়েক হার্দিক পান্ডিয়া। প্রথমে বল করে চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। এছাড়াও চাপের মুখে ব্যাটিং করতে নেমে 17 বলে 33 রান করে ভারতকে জেতালেন তিনি।
ম্যাচের পর হার্দিক বলেন, ‘‘পরিস্থিতি বুঝে অস্ত্র ব্যবহার করা গুরুত্বপূর্ণ। বল করার সময় সঠিক লেংথে বল করা জরুরি। ব্যাট করার সময় সুযোগ কাজে লাগাতে হয়। ওভার ধরে ধরে পরিকল্পনা করেছি। মাথা ঠান্ডা রেখে খেলার চেষ্টা করেছি। জানতাম শেষ ওভারের জন্য পাকিস্তান নাওয়াজকে রেখে দিয়েছে। সাত রান দরকার ছিল শেষ ওভারে। ১৫ রান দরকার থাকলেও আমি সুযোগ খুঁজে নিতাম। আমার মনে হয়, ওদের বোলারদের উপর আমাদের থেকে বেশিই চাপ ছিল। শেষ ওভারে একটা ছয় দরকার ছিল। তাই বাড়তি কিছু করার চেষ্টাই করিনি।’’