শ্রী ভট্টাচার্য, কলকাতা: বৃষ্টির দিন ফুরোলো। রং দেখাতে শুরু করল বৈশাখ। কাঁপবে এবার দক্ষিণবঙ্গ (Heatwave Alert)। উত্তরে যদিও সাময়িক স্বস্তি। পুড়বে জেলার পর জেলা। উন্নতির আনন্দে মেতে থাকা মানুষ এবার প্রকৃতির রুদ্র রূপ দেখবে। আপনি প্রস্তুত তো! বাসিন্দাদের দেওয়া হচ্ছে সতর্কীকরণ বার্তা। এই গরমের দিনগুলোতে নিজে সতর্ক থাকুন। সতর্ক রাখুন। এই গরমের দিনে ছোটদেরও শরীরের দিকে খেয়াল রাখুন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক লাফে ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। শনিবার পর্যন্ত সাত জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা পেরোতে পারে ৪০ ডিগ্রি! দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত ক্ষীণ। বৃহস্পতি ও শুক্রবার তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরেও। পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় জারি করা হয়েছে লাল সতর্কতা। শনিবারও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশন, এবার ৫৬.৫ কোটি সহ মোট ৬০৯ কোটি বাজেয়াপ্ত ED-র
কলকাতার আবহাওয়া
ভ্যাপসা গরম। আজ তাপপ্রবাহের মাঝে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। শনিবার পর্যন্ত অস্বস্তিকর গরম ঝাঁপিয়ে পড়লেও সামনেই স্বস্তির হাতছানি। রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে আপাতত খুব গরম পড়বে না। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতেই থাকবে। ভারী বৃষ্টি হবে না। কোনও কোনও জেলায় যদিও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।