Papiya Paul

পুঁজি লাগবে অল্প, তবুও রোজগার হবে অনেক, চাকরির চিন্তা ছেড়ে এই ব্যবসায় যোগ দিন, লাভ হবে আপনারই

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে সংসার চালানো দুঃষ্কর। তার ওপর দোসর বেকারত্ব বৃদ্ধি। সমাজ জুড়ে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা। এই কারনে অনেকেই এখন ঝুঁকছেন ব্যবসার(Business) দিকে। তবে ‘ব্যবসা করব বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন’।তাই অনেকেই অভিজ্ঞতা ও অর্থের অভাবে পিছিয়ে আসে এই ব্যবসার দিক থেকে। তবে এমন কিছু ব্যবসাও রয়েছে যেগুলিতে অল্প টাকা বিনিয়োগ করেই পাওয়া যায় মোটা রিটার্ন। আজকের প্রতিবেদনে এমনি এক দুর্দান্ত ব্যবসার(Unique Business Idea) সন্ধান দেওয়া হল, যা আপনি সহজেই পারবেন করতে।

   

আধুনিকতার এই যুগে ক্রমশই বাড়ছে ভেজাল জিনিসের পরিমাণ। বাজার চলতি নানান রাসায়নিক উপায় প্রস্তুত জিনিস সর্বনাশ করে চলেছে আমাদের। আর ঠিক সেই কারণেই এখন অনেকটা সতর্ক মানুষ তাঁদের বেশিরভাগের ঝোঁক হার্বাল বা ভেষজ পণ্যের ওপর। বয়স্ক থেকে শিশু সকলই এখন চেষ্টা করেন এই হার্বাল জিনিস ব্যবহারের। এমনকি চিকিৎসক মহল থেকেও বারংবার এই ভেষজ দ্রব্য ব্যবহারের উপদেশ দেওয়া হয়।

এই কারনেই এই পণ্যের ব্যবসা এই মুহূর্তে একটি লাভজনক বিকল্প। কারন এই হার্বাল তেলগুলোর উৎপাদনের চাহিদা সাম্প্রতিক বছরগুলোতে স্কিন কেয়ার সেগমেন্ট-এর ক্ষেত্রে অভূতপূর্ব বৃদ্ধি পেয়েছে। এটিকে কার্নেল তেলও বলা হয়। এই গন্ধহীন তেলটি এপ্রিকটের বীজ বা কার্নেল থেকে মন্থন করা হয়। প্রাকৃতিক এবং ভেষজ সমাধানের জন্য এই তেলের চাহিদা বাড়ছে ভারত সহ গোটা বিশ্বে। এই ব্যবসায় একজন মানুষ গড়ে ৬০ থেকে ৭০ হাজার টাকা রোজগার করতে পারেন। আসুন এবারে জেনে নিই এই ব্যাবসার পদ্ধতি, খরচ ও লাভ সম্পর্কে।

এই এপ্রিকট অয়েল প্রসেসিং ইউনিট প্রকল্পের জন্য আপনাকে মোট খরচ করতে হবে প্রায় ১১ লক্ষ টাকা। এর মধ্যে আপনি পাবেন ৫.৮৫ লক্ষ টাকার মেয়াদী ঋণ ও ৩.৮৬ লক্ষ টাকার মূলধন। আর আপনাকে নিজের থেকে বিনিয়োগ করতে হবে মাত্র ১ লক্ষ টাকা। এই বিশেষ ভেষজ তেলের সম্পূর্ণ শিল্প সেটআপের জন্য প্রথমেই আপনার প্রয়োজন পড়বে এক বড় জায়গার। কাঁচামাল মজুত, তার প্রসেসিং, প্রোডাক্ট মজুত সহ একাধিক কাজের জন্য প্রায় ১০০-১২০০ বর্গফুট জায়গার প্রয়োজন হবে। এরপর প্রতিটি ইউনিটের জন্য গড় আপনার প্রয়োজন হবে ১০ জন করে শ্রমিক। প্রথম কয়েক দিন একটু ধৈর্য্য নিয়ে কাজ করলেই এই ব্যাবসায় আসবে সফলতা ও লাভ।