Fixed Deposit

Papiya Paul

Fixed Deposit: FD-তে শুধু মোটা টাকা রিটার্ন নয়, আছে এই ৫ টি বড় অসুবিধা, জেনে নিন এক্ষুনি

নিউজশর্ট ডেস্কঃ বিনিয়োগের(Investment) প্রসঙ্গে সবার প্রথমে সাধারণ মানুষের একটি নামই মাথায় আছে সেটি হল FD ফিক্সড ডিপোজিট। বহু মানুষই এখানে অর্থ বিনিয়োগ করে থাকেন, এক্ষেত্রে এই এফডি’তে(Fixed Deposit) অর্থ বিনিয়োগ করলে সুবিধার পাশাপাশি বেশ কিছু ক্ষতিও রয়েছে। যার সম্পর্কে বহু মানুষই জানেন না। এই প্রতিবেদনে আপনাকে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের ক্ষেত্রে যে পাঁচটি প্রধান অসুবিধা রয়েছে সেটি সম্পর্কে জানাবো।

   

১) সুদের উপর কর দিতে হবে: আপনি ফিক্সড ডিপোজিটে প্রাপ্ত সুদ সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা করতে পারবেন না। কারণ এই প্রাপ্ত সুদের ওপর সম্পূর্ণ ট্যাক্স চার্জ করা হয়। আপনি যখন আপনার আইটিআর ফাইল করেন তখন এফডি থেকে প্রাপ্ত সুদকে আয় হিসেবে গণনা করা হয় এবং সরকার এর ওপর আপনার কাছ থেকে কর আদায় করে।

২) TDS-এর উপর কর: ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত সুদের উপরও টিডিএস আরোপ করা হয়। ব্যাংকগুলো প্রত্যেক বছর শেষে প্রাপ্ত সুদ থেকে এটি কেটে নেয়। তবে এক্ষেত্রে নিয়ম রয়েছে FD গ্রাহকের বার্ষিক আয় যদি ২.৫ লক্ষ টাকার বেশি না হয় তাহলে ওই গ্রাহকের সুদ থেকে কোন টিডিএস কাটা হবে না। এক্ষেত্রে আপনার এই আয় সম্পর্কে ব্যাংকে জানানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখায় ফর্ম 15G এবং ফর্ম 15H জমা দিতে হবে।

Fixed Deposit

আরও পড়ুন: Fixed Deposit Rate: ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় অফার দিচ্ছে এই ব্যাঙ্ক, মিলবে ৮.২৫ শতাংশ সুদ!

৩) কম সুদের হার:  যেখানে FD আপনাকে সর্বোচ্চ ১০% সুদের হার অফার করতে পারে। কখনও কখনও এতটা সুদও পাওয়া যায় না। কিন্তু মিউচুয়াল ফান্ড সহ অন্যান্য বিনিয়োগের উপায়গুলি রিটার্ন অফার করে যা ২০% বা ৩০%-এর বেশি হতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডের (এমএফ) একটি সমস্যা হল উচ্চ ঝুঁকি পূর্ণ, এক্ষেত্রে যাদের বেশি ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করতে পারে।

 

৪) মুদ্রাস্ফীতির চেয়ে সুদের হার কম হতে পারে: কখনও কখনও মুদ্রাস্ফীতির হার FD-তে সুদের হারের চেয়ে বেশি হতে পারে। শুধু তাই নয়, আপনি যদি নির্ধারিত সীমার আগে ব্যাঙ্ক থেকে আপনার টাকা তুলে নেন, তবে ব্যাংক আপনাকে জমা করা পরিমাণের চেয়ে একটি পয়সাও বেশি দেয় না।

৫) সুদের হারে কোন বৃদ্ধি নেই:  FD-তে, আপনি পুরো মেয়াদ জুড়ে অভিন্ন সুদ পান, অর্থাৎ, ব্যাঙ্ক আপনাকে প্রতিশ্রুত শতাংশের চেয়ে এক টাকাও বেশি দেয় না।