Papiya Paul

Digha: দীঘায় এবার ‘বাম্পার’ মজা, পর্যটকদের জন্য বিরাট সুখবর! জানলে ছুটে চলে যাবেন

নিউজশর্ট ডেস্কঃ বাঙালি পর্যটকদের কাছে অন্যতম পছন্দের ভ্রমণস্থল দীঘা(Digha)। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। বিশেষ করে কোন ছুটির সময় এখানে পর্যটকদের ভিড় আরো বেশি থাকে। তবে এবার দীঘায় আসা পর্যটকদের জন্য রয়েছে আরো একটি বড় সুখবর।

   

দীঘার সমুদ্র সৈকতে রবীন্দ্রনাথ ঠাকুর ও যামিনী রায়ের পর এবার সত্যজিৎ রায়। এবার দিঘার সমুদ্র সংলগ্ন পার্ক সত্যজিৎ রায়ের সিনেমা ও চিত্রকলা দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে। যেটা পর্যটকদের আরো আকর্ষিত করে তুলবে। দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে এই উপহার তুলে ধরা হচ্ছে। দীঘায় প্রমোদতরীর পর এবার পর্যটকদের জন্য গড়ে তোলা হচ্ছে সত্যজিৎ রায় পার্ক।

এটি ওল্ড দিঘার বিশ্ববাংলা-২ পার্কের কাছে তৈরি হচ্ছে। আর সেখানেই সেজে উঠছে সত্যজিৎ রায় পার্ক। এবার দীঘায় গেলে নিত্যনতুন সুন্দর সুন্দর জিনিস দেখা যাবে। যা পর্যটকদের মন আরো বেশি জিতে নেবে। এমনিতেই এখন দীঘার পর্যটন কেন্দ্র সরকারের উদ্যোগে একের পর এক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এখন সমুদ্রের পাশাপাশি পার্ক, কফি হাউস, বিশ্ববাংলা ও মেরিন ড্রাইভ সহ একগুচ্ছ প্রকল্প গড়ে উঠছে যা পর্যটকদের মন জিতে নিচ্ছে।

Digha

আরও পড়ুন: Digha: দোলে দীঘা যাচ্ছেন! এবার ঘুরতে গেলে এই স্পেশ্যাল জিনিস কিন্তু ভুলেও মিস করবেন না

এবার পর্যটকদের মনোরঞ্জন করতে হীরক রাজার দেশের বিখ্যাত চরিত্ররা চলে এসেছে। দীঘার সমুদ্র সৈকতের ধারে কাছেই সৈকত লাগানো এখানে একাধিক পার্ক রয়েছে যা মন ভালো করে দেবে। এছাড়া জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে যা দীঘার জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। খুব শীঘ্রই আবার এই জগন্নাথ মন্দির উদ্বোধন করা হবে। আর এভাবেই দীঘা পর্যটন কেন্দ্রের ব্রান্ড ভ্যালু আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে।

Digha

আর এভাবেই পর্যটকদের সংখ্যা বেড়ে উঠছে। এবার দীঘার বিশ্ববাংলা ২ পার্কের কাছে যে পার্কটি গড়ে তোলা হচ্ছে সেখানে একদিকে যেমন সমুদ্রের ঢেউ উপলব্ধি করা যাবে ঠিক তেমনি অপরদিকে গুপি-বাঘার সঙ্গে হীরক রাজার দেশের রাজধানীতে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়ে যাবে পর্যটকেরা।