‘প্রেম আমার ২’,’পরিণীতা’ সিনেমার পর এবার এক নতুন সিরিয়ালে প্রবেশ করতে চলেছে আদৃত

জি বাংলার পর্দায় আসতে চলেছে ‘মিঠাই’। যার মুখ্য ভূমিকায় দেখা যাবে আদৃত রায়কে। এর আগে তাঁকে দেখা গেছে ‘প্রেম আমার ২’,‘নূর জাহান’তে। প্রকাশ্যে এল আগাম এই ঝলক। ‘মনোহরা’ নামের এক বনেদি বাড়ির কাহিনি দেখানো হবে এই ধারাবাহিকে। ধারাবাহিকে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, কৌশিক চক্রবর্তী, লোপামুদ্রা সিংহ, ঐন্দ্রিলা, অর্পিতা মুখোপাধ্যায় এবং টেলিভিশনের পরিচিত মুখ দিয়া মুখোপাধ্যায়।

 

https://www.facebook.com/watch/?v=974008229754441

Avatar

Koushik Dutta

X