দাক্ষিণাত্যের সেক্স সাইরেনের কাহিনি এবার সিনেমা পর্দায় তুলে ধরেছেন পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশ। প্রকাশ্যে এল শাকিলা ছবির আগাম ঝলক। তাতে নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন বলিউড অভিনেত্রী রিচা চড্ডা। তাঁর সঙ্গে থাকছেন পাওয়ার হাউস অ্যাক্টর পঙ্কজ ত্রিপাঠি। এই প্রথমবার দক্ষিণী সিনেমার তারকার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ। বড়দিনে এমন একটি সিনেমা দর্শকদের হলমুখো হতে অনুপ্রেরণা জোগাবে বলেই বিশ্বাস তাঁর।