Electric Bike

Papiya Paul

Electric Bike: তেল খরচ থেকে মিলবে রেহাই! ধামাকাদার অবতারে আসছে হিরোর ইলেকট্রিক বাইক!

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে মার্কেটে ইলেকট্রিক বাইকের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। আর তাই সমস্ত টু-হুইলার কোম্পানি এই ইলেকট্রিক বাইক তৈরি করার জন্য জোর কদমে কাজ শুরু করেছে। আর এবার বাইকের দুনিয়াতে সবথেকে পরিচিত হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক বাইক(Hero Splendor Electric Bike) তৈরী করার জন্য কাজ শুরু করা হয়েছে।

   

যদিও এই বাইক সম্পর্কে হিরো কোম্পানি থেকে কোন তথ্য শেয়ার করা হয়নি। তবুও হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক বাইক সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে যা আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো।

এই হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক বাইকে কি কি বৈশিষ্ট্য থাকবে?
এই বাইকের জন্য যে ইলেকট্রিক কনভারশন কিট Gogoa1 এনেছে সেটি হল একটি রিয়ার হাব মোটর, যা সর্বোচ্চ 5.28 হর্সপাওয়ার তৈরি করতে পারে। এই কিট অনুমোদন দিয়েছে অটোমটিভ রিসার্চ এসোসিয়েশন অফ ইন্ডিয়া। আপনি চাইলে আপনার মোটরসাইকেলেও এটি ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: Green Energy Fuel: পেট্রোল-ডিজেলের কথা ভুলে যান, এবার সস্তায় চলবে গাড়ি, বড়সড় উদ্যোগ আম্বানির

একটি সাদা রংয়ের হাব দেখা গিয়েছে। যেটির দাম ২৯,০০০ টাকা। তবে এই মোটর বাইকে কত দাম হতে পারে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এমনিতে এই নতুন বাইকের নতুন ব্যাটারি এবং মোটর যোগ হলে দাম যে বাড়বে তা বোঝাই যাচ্ছে। বাজারে এই বাইক লঞ্চ হলে বেশ বড়ো চমক আনবে সেটাও বোঝা গিয়েছে।