সিসিটিভি নজরদারি থেকে মেটাল ডিটেক্টর, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে একগুচ্ছ নিয়ম জারি পর্ষদের

HS Council Allows Calculator in Exam Hall for Higher Secondary Exam

সিসিটিভি নজরদারি থেকে মেটাল ডিটেক্টর, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে একগুচ্ছ নিয়ম জারি পর্ষদের

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫(HS Exam 2025)। আগামী ৩রা মার্চ থেকে ১৮ই মার্চ পর্যন্ত বেলা ১০টা থেকে ১টা ১৫ পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষাচলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে আরও কড়া হল উচ্চশিক্ষা পর্ষদ। কি কি নিয়ম মানতে হবে? চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে।

রিপোর্ট অনুযায়ী এবছর মোট ৫ লক্ষ ৯ হাজার মত পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। এর মধ্যে ৪৫.৩২% ছাত্র ও বাকি ৫৪.৬৮% ছাত্রী। হিসেবে অনুযায়ী গতবছরের তুলনায় এবছর প্রায় ২ লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা যেমন কমেছে তেমনি ছাত্রীদের সংখ্যা বেশি।

উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড | HS Admit Card

উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল অ্যাডমিট কার্ড। তবে এতে পরীক্ষাকেন্দ্রের নাম উল্লেখ করা থাকত না। স্কুলের তরফ থেকেই জানিয়ে দেওয়া হত কোথায় সিট পড়বে। তবে এবার ভুলভ্রান্তি এড়াতে অ্যাডমিট কার্ডেই সেন্টারের নাম উল্লেখ করা। থাকছে এতে করে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সুবিধা হবে।

প্রশ্নপত্র নিয়েও কড়াকড়ি পর্ষদের

ইতিমধ্যেই পরীক্ষার জন্য প্রশ্নপত্র সমস্ত রিজিয়নে পাঠিয়ে দেওয়াও হয়েছে। পুলিশ স্টেশনে বা ট্রেজারিতে একেবারে সিকিওর প্যাকেজিংয়ে রাখা রয়েছে। নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রের পাঠানো পর সরাসরি পরীক্ষার হলে ৯টা বেজে ৫৫ মিনিটে খোলা হবে। এছাড়া প্রশ্নপত্রের মধ্যে ডিজিটাল সিরিয়াল নাম্বার উল্লেখ থাকবে, সেটা উত্তরপত্রে নির্দিষ্ট জায়গায় লিখতে হবে।

পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে হবে চেকিং

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় যাতে পরীক্ষার্থীরা কোনো প্রকারের ইলেক্ট্রনিক সরঞ্জাম নিয়ে প্রবেশ না করতে পারে তার জন্য থাকবে মেটাল ডিটেক্টর। প্রতিটা ছাত্র-ছাত্রীকে পরীক্ষা করে তবেই প্রবেশ করতে দেওয়া হবে। মোবাইলের জন্য একেবারে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

আরও পড়ুনঃ অবশেষে শুরুর পথে বারাকপুর-বরানগর মেট্রোর কাজ, দেখুন সম্ভাব্য ১০ স্টেশনের তালিকা

পরীক্ষার হলে যাতে কারোর কাছে মোবাইল না থাকে তার জন্য একটি ঘরে দু জন করে ইনভিজিলেটর রাখা হবে। এমনকি কোনো ঘর বড় হলে সেখানে আরও বেশি ইনভিজিলেটর দেওয়া হতে পারে। এখানেই শেষ নয়, পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে ও প্রশ্ন যেখানে রাখা থাকবে সেই ঘরে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে।

সঙ্গে থাকুন ➥