রাজ্যজুড়ে ফের ছুটি ঘোষণা করলেন CM মমতা, কবে? জেনে নিন দিনক্ষণ

Holiday in Bengal

রাজ্যজুড়ে ফের ছুটি ঘোষণা করলেন CM মমতা, কবে? জেনে নিন দিনক্ষণ

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: মুখ্যমন্ত্রীর চোখে উন্নয়নই শেষ কথা। কিন্তু উন্নয়নের ফাঁকে সংস্কৃতি না হারিয়ে যায়, সেদিকেও তো নজর দিতেই হবে। তাই এবার এই উপলক্ষ্যেই কিছুটা অপ্রত্যাশিত ছুটি ঘোষণা করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ ৯ই এপ্রিল, বুধবার কলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে উদযাপিত বিশ্ব নবকর মহামন্ত্র দিবসে পৌঁছেই এমনটা ঘোষণা করেন মমতা।

উন্নয়নের প্রশ্ন এলে মমতার ঘোষণা শিরোধার্য। এদিন দক্ষিণেশ্বরের মন্দির উন্নয়নের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দিঘার জগন্নাথ মন্দিরের পুজোর দায়িত্বে থাকা ব্যক্তিত্ব ইসকনের প্রভুপাদের কথাও এদিন স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তবে, এতকিছুর মাঝে সবথেকে বেশি মন টেনেছে মুখ্যমন্ত্রীর ছুটি ঘোষণা।

কবে পাবেন ছুটি?

সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এদিন মমতা ঘোষণা করেন, ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষে সারা রাজ্যে স্কুল ছুটি থাকবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চলমান বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা নজর কেড়েছে অনেকেরই। যদিও, মুখ্যমন্ত্রীর মতে, ধর্ম নয়। আসলে বড় হল আমাদের মানবিকতা, মনুষ্যত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ছোটবেলায় তিনি বইয়ে বহু জৈন মন্দিরের কথা পড়েছেন। তিনি পরেশনাথ মন্দিরে গিয়েওছেন একাধিকবার। আসলে র্মনিরপেক্ষতাই আসল পরিচয়। ধর্ম দিয়ে মানুষ চেনা যায় না বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। তাই সব ধর্মের মানুষ যাতে উৎসব পালন করে, সেজন্যই ক্যালেন্ডারে এই দিনটিকে ছুটি হিসেবে গণ্য করা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: শিয়ালদার মতো হাওড়া লাইনে মহিলাদের জন্য মিলবে দুর্দান্ত ব্যবস্থা! প্রস্তাব গেল রেলের কাছে

অনুষ্ঠানের মঞ্চে মাননীয়া খানিকটা সম্প্রীতির সুরে বলেন, বাংলার দুর্গাপুজো, ইদ, বড়দিন বা মহাবীর জয়ন্তী, প্রতিটি ধর্মীয় উৎসবই শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে পালন করা হবে। এই ঐক্যের পথ থেকে সরতে নারাজ্ মুখ্যমন্ত্রী। দুর্গাপূজায় যেমন সবাই অংশ নিতে পারে, তেমনই মহাবীর জয়ন্তী, বড়দিনের অনুষ্ঠানেও এগিয়ে আসবেন সবাই। এই কারণেই কালিঘাট স্কাইওয়াক উদ্বোধনে সকল ধর্মের মানুষকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

সঙ্গে থাকুন ➥