Chanakya Niti

Chanakya Niti: গলায় গলায় বন্ধুত্ব করার আগে সাবধান! চাণক্যের এই নীতি মেনে চললে সত্যিকারের বন্ধু খুঁজে পাবেন

নিউজশর্ট ডেস্কঃ কমবেশি প্রায় প্রত্যেকটি মানুষেরই বন্ধু রয়েছে। কিন্তু কোন বন্ধু আপনার ভালো চান, আর কে পেছনে আপনার খারাপ চান, এইটা জানা কিন্তু ভীষণ জরুরী। নাহলে জীবনের যেকোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সমস্যায় পড়তে হয়। বন্ধুত্ব করার আগে ও বর্তমান সময়ে বিচার বিবেচনা করে বন্ধুত্ব করা উচিত।

এই সত্যিকারের বন্ধুকে চিনবেন কি করে? এই বিষয়ে চাণক্য তার নীতিতে(Chanakya Niti) উল্লেখ করে গিয়েছেন। আচার্য চাণক্যকে পৃথিবীর শ্রেষ্ঠ পন্ডিতদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। রাজনীতি এবং সমাজবিজ্ঞানের তার প্রবল জ্ঞান ছিল। তিনি জীবনের প্রত্যেকটি পদক্ষেপ কিভাবে গ্রহণ করা উচিত? সেই প্রসঙ্গে নানা মন্তব্য করে গিয়েছেন।

চাণক্যের নীতি যদি অবলম্বন করা যায় তাহলে জীবনে কঠিন পরিস্থিতি থেকে মোকাবেলা করা যায়। চাণক্যের নীতি অনুসারে, সত্যিকারের বন্ধুত্ব একজন ব্যক্তিকে যেমন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তেমনি খারাপ বন্ধুত্ব একজন মানুষকে নিচের দিকে টেনে নামিয়ে আনতে পারে। তাই সত্যিকারের বন্ধুকে কিভাবে চিনবেন? জেনে রাখুন চাণক্য কি বলছেন?

আরও পড়ুন: Chanakya Niti: পুরুষদের কোন কোন অভ্যাসে মন গলে নারীদের? চাণক্যের এই ৪ নীতি মানলে সংসারে সুখ থাকবে

চাণক্যের নীতি অনুসারে যে বন্ধু আপনাকে অসুস্থতার সময় সাহায্য করবে, তিনি আপনার সত্যিকারের বন্ধুও আপনার শুভাকাঙ্ক্ষী আপনার ভাল চান এবং যে বন্ধু আপনার প্রত্যেকটা সমস্যাতে আপনার পাশে দাঁড়াবেন, আপনাকে সমর্থন করবেন তিনি আপনার শুভাকাঙ্ক্ষী হবেন।

আবার যে বন্ধু নানা রকম সমস্যা থাকা সত্ত্বেও আপনার পাশে সব সময় থাকবেন, তাকে প্রকৃত বন্ধু বলা যায়। যে বন্ধু মৃত্যুর পরে শেষ মুহূর্তেও শ্মশানে যায়, তাকেই প্রকৃত বন্ধু বলা যেতে পারে। অর্থাৎ আপনার সবদিক থেকে যে আপনাকে ভালো চাইবে সেই আপনার প্রকৃত বন্ধু হবে।

Avatar

Papiya Paul

X