পার্থ সারথি মান্না, কলকাতাঃ গতকাল অর্থাৎ সোমবার আচমকাই সুসংবাদ মেলে, জানা যায় পথ দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয়ে হাসপাতালে ইন্ডিয়ান আইডল ১২ বিজেতা পবনদীপ রাজন (Pawandeep Rajan)। হাসপাতালে পৌঁছানোর পর আইসিইউতে রাখা হয়েছিল তাকে। চলেছে ৬ ঘন্টার অপারেশন। এখন কেমন আছেন পবনদীপ? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
গাড়ি দুর্ঘটনায় গুরতর আহত হয়ে হাসপাতলে পবনদীপ রাজন
সোমবার ভোর ৩টে ৪০ নাগাদ উত্তর প্রদেশের মোরাদাবাদের কাছে পবনদীপের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। সেই সময় অহমদাবাদের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। তড়িঘড়ি বিমান ধরতে গিয়ে এই দুর্ঘটনা। পুলিশ জানায়, চালক ঘুমিয়ে পড়ায় জেরে গাড়ি নিয়ন্ত্রণ হারায়। একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পবনদীপ, চালক সহ আরেক যাত্রীও গুরুতর আহত হন। দুর্ঘটনার পর দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর দিল্লির একটি ফার্স্ট ক্লাস হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরও উন্নত চিকিৎসার জন্য।
বর্তমানে কেমন আছেন পবনদীপ?
গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর গায়ক পবনদীপের শরীরের একাধিক হার ভেঙেছে বলে জানা গিয়েছিল। এরপর দিল্লির নামি হসপিটালেই প্রায় ৬ ঘন্টা ধরে অপেরেশন চলেছি। শেষ পাওয়া খবর অনুযায়ী বর্তমানে সঙ্কটমুক্ত তিনি। তবে এখনো আইসিইউতেই রাখা হয়েছে তাকে। আপাতত চারদিন শারীরিক অবস্থার উন্নতির জন্য পর্যবেক্ষণে থাকতে হবে। এরপর বাকি থাকা ভাঙা হার ও আঘাতের চিকিৎসা করা হবে।
আরও পড়ুনঃ ৭ মে বাজবে সাইরেন, যুদ্ধ লাগলে কী করবেন? বড় নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক
এদিন গায়কের গাড়ির দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়ে যান ভক্তরা। সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করেন। এদিকে পবনদীপের টিমের তরফ থেকেও অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। একটি পোস্টার মাধ্যমে জানানো হয়েছে, দুর্দিনে গায়ক ও তার পরিবারের পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সকলের প্রার্থনার জেরে পবনদীপ দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’