Solar Panel

Papiya Paul

Solar Panel: শুধু বাড়িতে লাগালেই হবে না, দিনে কত ইউনিট বিদ্যুৎ তৈরি করে সোলার প্যানেল? চাহিদা মিটবে কি?

নিউজশর্ট ডেস্কঃ যত দিন বাড়ছে বিদ্যুৎ খরচ ততই বেড়ে চলেছে। আর যখনই গরম পড়তে শুরু করেছে এই বিদ্যুতের চাহিদা ঝড়ের গতিতে বাড়ছে। আর সেই সঙ্গেই বেড়ে চলেছে খরচ। তবে বিদ্যুতের এই প্রচুর খরচ বাঁচানোর উপায় এখন আপনার সামনেই রয়েছে। যেটি সম্পর্কে কমবেশি বহু মানুষই জানেন। এই উপায় হল সোলার প্যানেল(Solar Panel)।

   

একেবারে দূষণহীন এবং নির্ভরযোগ্য বিদ্যুতের উৎস সূর্য। ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে বছরের বেশিরভাগ সময় যেহেতু গরমকাল থাকে। তাই কম খরচের মধ্যে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। আর তাই ভারত সরকারের তরফ থেকেও এখন এই সোলার প্যানেলের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও প্রকল্প চালু হয়েছে। এর সাথেই আর্থিক ছাড়ের সুবিধাও আছে।

তবে কিভাবে এই সোলার প্যানেল লাগাতে হয়? সোলার প্যানেল লাগালে প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যায় কি? এরকম নানা প্রশ্নই আমাদের সকলের মনে ঘুরপাক খাচ্ছে। আজকের এই প্রতিবেদনে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। এক কিলোওয়াট থেকে শুরু করে আরও বেশি ক্ষমতায় সোলার প্যানেল রয়েছে। বাড়ির বিদ্যুতের চাহিদা কিরকম সেটির উপর নির্ভর করে থাকে কত কিলোওয়াটের সোলার প্যানেল আপনার বাড়ির ছাদে লাগাতে হবে।

Solar Panel

আরও পড়ুন: LPG Gas: রাজ্য নাকি কেন্দ্র! রান্নার গ্যাস সিলিন্ডার থেকে লাভ বেশি কার জানেন?

সাধারণ নিয়ম অনুযায়ী সাধারণ বিদ্যুৎ চাহিদা থাকলে সেক্ষেত্রে এক কিলোওয়াটের সোলার প্যানেল কাজ চালিয়ে নিতে পারে। আবার কিছু কিছু ওয়েবসাইট দাবি করেছে এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল দিনে চার থেকে পাঁচ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। অর্থাৎ ৮০০ ওয়াট বা তার কম লোডের ক্ষেত্রে এই বিদ্যুৎ দিয়ে চলে যাবে।

আবার অনেক ওয়েবসাইট জানিয়েছে যে টিভি, টিউবলাইট, বাল্ব, ফ্যান, ফ্রিজ এগুলো সোলার প্যানেলের উৎপাদিত বিদ্যুতের সাহায্যে চলতে পারে। কিন্তু পাম্প বা সারাদিন ঘরে এসি চললে ঘরোয়া সোলার প্যানেলে সে কাজ সম্পন্ন হবে না হয়তো। তাই প্রচুর পরিমাণে সৌর বিদ্যুতের জন্য একটি মাত্র সোলার প্যানেল লাগালে হবে না। তাই যতটুকু জায়গা রয়েছে সেখানে একাধিক সোলার প্যানেল বসালে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সুবিধা হবে।

Free Solar Rooftop Scheme

আরও পড়ুন: Pension Scheme: প্রতি মাসে মিলবে ১০ হাজার টাকা! কেন্দ্রীয় সরকারের এই স্কিম হাতছাড়া করলে পস্তাবেন