পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রধানমন্ত্রী জন ধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana) ভারতের গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য একটি দুর্দান্ত উদ্যোগ। এই প্রকল্পে জিরো ব্যালেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায়। যেটা দরিদ্র মানুষকেও সঞ্চয়, বীমা এবং পেনশনের মত সুবিধা প্রদান করে। তবে জানে কি পিএম জন ধন যোজনার অ্যাকাউন্ট থাকলে আপনি ১০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। কিভাবে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
প্রধানমন্ত্রী জন ধন যোজনা অ্যাকাউন্ট থাকলে মিলবে ১০,০০০
আসলে এই অ্যাকাউন্টধারীরা ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফট সুবিধা পেতে পারেন। অর্থাৎ, অ্যাকাউন্টে টাকা না থাকলেও জরুরি প্রয়োজনে ব্যাংক থেকে ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন। তবে, এই সুবিধা পেতে হলে আপনার জন ধন অ্যাকাউন্ট কমপক্ষে ৬ মাস পুরোনো হতে হবে। যদি অ্যাকাউন্ট ৬ মাসের কম হয়, তাহলে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফট পাওয়া যাবে।
কিভাবে পাবেন ১০,০০০ টাকার ওভারড্রাফট?
- প্রথমে নিকটবর্তী কোনো ব্যাংক শাখা বা ব্যাংক মিত্রের কাছে গিয়ে জন ধন অ্যাকাউন্ট খুলতে হবে।
- অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড ও প্যান কার্ড লাগবে। আর ন্যূনতম বয়স হতে হবে ১০ বছর।
- পুরনো সেভিংস অ্যাকাউন্টও জন ধন অ্যাকাউন্টে রূপান্তর করা যায়।
- অ্যাকাউন্ট খোলার ৬ মাস পর, নিয়মিত লেনদেন থাকলে ওভারড্রাফটের জন্য আবেদন করতে পারবেন।
- ওভারড্রাফটের সর্বোচ্চ সীমা ১০,০০০ টাকা এবং সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর।
- এই টাকা তুললে ব্যাংককে নামমাত্র সুদ দিতে হবে, আলাদা কোনো কাগজপত্রের ঝামেলা নেই।
আরও পড়ুনঃ জালিয়াতি রুখতে রেশন নিয়ে বড় সিদ্ধান্ত, চিন্তায় সরকারি কর্মীরা
তবে জন ধন অ্যাকাউন্টে শুধু এই সুবিধাই নয়, সাথে ১ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা কভারেজ। ৩০,০০০ টাকা পর্যন্ত জীবন বীমা কভারেজও পাওয়া যায়। এমনকি আর পাঁচটা ব্যাঙ্কে যেখানে মিনিমাম ব্যালেন্স রাখতে হয়, এক্ষেত্রে শূন্য ব্যালেন্স থাকলেও কোনো অসুবিধাই হয় না।