Shyam Lata Garg Scholarship by Swami Dayanand Educational Foundation

১০০০০-৫০০০০ টাকা পর্যন্ত পাবে শিক্ষার্থীরা! ঝটপট আবেদন করুন এই স্কলারশিপে

পার্থ মান্নাঃ স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের পড়াশোনার পথে অর্থ যাতে কখনো বাধা না হয়ে দাঁড়ায় তার জন্য একাধিক প্রকল্প আনা হয়েছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এমনকি সরকারে স্কলারশিপের পাশাপাশি একাধিক প্রাইভেট সংস্থার তরফ থেকেও শিক্ষাবৃত্তি দেওয়া হয়ে থাকে। আজ এমনই একটি প্রাইভেট স্কলারশিপের খোঁজ নিয়ে হাজির নিউজশর্ট। যেখানে আবেদন করলে ১০,০০০ টাকা পাওয়া যেতে পারে। কিভাবে আবেদন করতে হবে কি যোগ্যতা লাগবে? তার সবটাই জানানো হল আজকের প্রতিবেদনে।

শ্যাম লতা গর্গ স্কলারশিপ (Shyam Lata Garg Scholarship 2024)

যে স্কলারশিপ সম্পর্কে আজ বলব সেটি আসল একটি প্রাইভেট স্কলারশিপ। স্বামী দয়ানন্দ ফাউন্ডেশনের তরফ থেকে এই শ্যাম লতা গর্গ স্কলারশিপ দেওয়া হয়। যেখানে পড়াশোনার খরচ চালানোর জন্য গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের ১০,০০০ -৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ হিসাবে প্রবণ করা হয়।

আবেদনের জন্য যোগ্যতাঃ

এই স্কলারশিপে আবেদন করতে হলে কিছু যোগ্যতা থাকতে হবে। যার মধ্যে অন্যতম হল

১। আবেদনকারীর বয়স ২০ বছরের মধ্যে হতে হবে।
২। আবেদনকারী শিক্ষার্থীকে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আর্কিটেকচার বা যে কোনো শাখায় স্নাতক হতে হবে।
৩। CBSC বোর্ড থেকে পাশ আউট হলে ৮০% ও অন্যান্য বোর্ড থেকে পাশ আউট হলে ৭০% নম্বর পেয়ে থাকতে হবে।
৪। আবেদনকারীর পরিবারের বার্ষিক যায় সর্বোচ্চ ৮ লক্ষ বা তার নিচে হতে হবে।

আবেদনের পদ্ধতিঃ

যদি কেউ এই স্কলারশিপের জন্য আবেদন করতে চায় তাহলে কিভাবে করবে? নিচে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেওয়া হল।

১। আবেদন করার জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিঙ্ক দেওয়া আছে) চলে যেতে হবে। এরপর সেখানে লগ ইন করতে হবে। যদি প্রথমবার গিয়ে থাকেন তাহলে নাম, ইমেল ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

২। এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেওয়ার পর Smt. Shyam Lata Garg Scholarship Program 2024-25 এ ক্লিক করুন।

৩। এবার আপনার সামনে আবেদনের ফর্ম খুলে যাবে। সেখানে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করে নিতে হবে। শেষে সাবমিট করলেই আবেদন করা হয়ে যাবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

  • দশম ও দ্বাদশ শ্রেণীর পাশ করার সার্টিফিকেট বা যদি সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে তাহলে সেই মার্কশিট
  • বাড়ির ঠিকানার প্রমাণপত্র ও বাবা মায়ের পরিচয় পত্র
  • আবেদনকারীর আধার কার্ড
  • বাড়ির বিদ্যুতের জেরক্স
  • নতুন কোর্স ভর্তি হওয়ার প্রমাণ
  • এডুকেশন লোন থাকলে তার লোন পেপারের জেরক্স
  • বাড়ির ভিতরের ও বাইরের ছবি

আবেদন করার শেষ তারিখ : ৩০ শে অক্টোবর

আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট : Official Website

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X