WiFi: ঝড়ের গতিতে চলবে WiFi! সারা বাড়িতেই ইন্টারনেট কানেকশন, এভাবে নিন ফায়দা

নিউজশর্ট ডেস্কঃ এখন প্রতিটি মানুষের জীবনে ইন্টারনেট(Internet) ছাড়া গতি নেই। যেকোনো কাজকর্মের ক্ষেত্রেই ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মোবাইলের ইন্টারনেটের পাশাপাশি এখন ওয়াইফাইও(WiFi) ব্যবহার করে থাকেন মানুষজন। ওয়াইফাইতে এই সেলুলার নেটওয়ার্কের ইন্টারনেটের চেয়ে বেশি স্পিড পাওয়া যায়। তবুও মানুষের অভিযোগ থাকে এই ওয়াইফাই-এর সিগন্যাল বাড়ির প্রতিটি কোণের সমানভাবে কাজ করে না।

যেই ঘরে ওয়াইফাই রাউটার থাকে সেখানে বসে কাজ করলে ইন্টারনেটে স্পিড বেশি ভালো থাকে। কিন্তু অন্য ঘরে গেলে স্পিড কমে যায়। এই সমস্যা কম বেশি আমরা সকলেই দেখেছি। তবে এর জন্য এমন কিছু ট্রিক্স রয়েছে যা জানা থাকলে বাড়ির যে কোন কোণে গেলেই ঝড়ের গতিতে চলবে ওয়াইফাই। তবে কিভাবে এটা সম্ভব চলুন সেটাই জেনে নেওয়া যাক।

১) প্রথমত বাড়ির কেন্দ্রীয় কোন স্থানে রাউটার রাখতে হবে। যাতে সর্বাধিক কভারেজ বাড়ির বেশিরভাগ অংশে পৌঁছে যেতে পারে। এছাড়া রাউটার একটি একটি উঁচু জায়গায় রাখতে হবে এবং খোলা রাখতে হবে। এর উপর কোন ঢাকনা জাতীয় কিছু দেওয়া যাবে না।

২) একটি ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার পুরো বাড়িতে ওয়াইফাই নেটওয়ার্ক-এর কভারেজ বাড়ানোর জন্য একটি ভালো উপায় হিসেবে কাজ করতে পারে।

আরও পড়ুন: Vi MiFi: পকেটে ভরে যেতে পারবেন এদিক-সেদিক, Vi নিয়ে এসেছে একদম কম দামের নতুন Wifi ডিভাইস

৩) কেউ যদি পুরনো রাউটার ব্যবহার করেন। তাহলে সেটির কর্মক্ষমতা আগের তুলনায় অনেকটাই কম হতে পারে। একটি ভালো মানের এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তিশালী রাউটার কিনলে ইন্টারনেটের স্পিড বেশি হতে পারে।

৪) এছাড়া কাছাকাছি নেটওয়ার্ক থেকে বাঁধা কমানোর জন্য রাউটারে ওয়াইফাই চ্যানেল এডজাস্ট করার দরকার আছে। এছাড়া ওয়াইফাই-এর সিকিউরিটি ফিচারও এনাবেল করে রাখতে হবে।

৫)ওয়াইফাই সিগন্যাল ক্যাপচার করার জন্য একটি ওয়াইফাই রিপিটার রাখলে খুব ভালো কাজ করতে পারে।

৬) আপনার যদি মনে হয় এই সমস্ত উপায় কাজে লাগিয়েও আপনার বাড়ির ইন্টারনেটের স্পিড সেভাবে কাজ করছে না তাহলে একজন পেশাদার ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে এই সমস্যা ঠিক করে নিতে পারেন।

Avatar

Papiya Paul

X