AC

Papiya Paul

AC: মেপে AC চালালেও হুড়মুড়িয়ে আসছে বিদ্যুতের বিল! এই ভুল করছেন না তো? তাহলে কিন্তু পস্তাবেন

নিউজশর্ট ডেস্কঃ গরমের দাবদাহে অসহ্যকর অবস্থা রাজ্যবাসীর। এই গরমের হাত থেকে নিজের ঘরকে এবং নিজেকে ঠান্ডা রাখার জন্য এসি ছাড়া উপায় নেই। তবে বিদ্যুতের বিলের কথা চিন্তা করে অনেকেই বাড়িতে এসি(AC) লাগাতে পারেন না। কারণ এই এসি থেকে প্রচুর বিদ্যুতের বিল আসে। আসলে এসি চালানোর সঠিক নিয়মকানুন অনেকেই জানেন না।

   

অনেকেই বাড়িতে খুব নিয়মমাফিক এসি চালান। কিন্তু তবুও অনেক সময় দেখা যায় যে বিদ্যুতের বিল অনেক বেশি আসছে। এর কারণ এসি কিভাবে চালালে বিদ্যুতের বিল কম আসে সেই বিষয়ে অনেকেই সঠিক তথ্য জানেন না। তাই আজকের এই প্রতিবেদনে এসি চালানোর সঠিক উপায় সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেক্ষেত্রে বিদ্যুতের বিল অনেক কম আসবে।

মনে রাখবেন, শুধুমাত্র রিমোট থেকে এসি বন্ধ করলেও কিন্তু বিদ্যুৎ খরচ চলতে থাকবে। অনেকেই মনে করেন যে এসি কম চালিয়েও কেন বিদ্যুতের বিল বেশি আসছে? আসলে একটি বিশেষ ট্রিকস আছে, সেই সম্পর্কে অনেকে জানেন না। বেশিরভাগ মানুষই নিজেদের বেডরুমে এসি লাগান। এরপরে রাতে ঘুমোনোর সময় যখন ঘর ঠান্ডা হয়ে যায়, অনেকেই রিমোট থেকে এসি বন্ধ করে দেন।

আরও পড়ুন: Business Idea: পুঁজি না থাকলে মিলবে লোন, পাবেন সরকারি ভর্তুকিও, এই ব্যবসায় ঘরে আসবে মুঠো মুঠো টাকা

কিন্তু মেইন সুইচ থেকে এসি বন্ধ করেন না। এই সময় ইনডোর ইউনিট বন্ধ হয়ে যায় ঠিকই কিন্তু আউটডোর ইউনিট চলতে থাকে। তাই রিমোটের বোতাম টিপলে এসি লাইট নিভে যায় এবং সকলে মনে করেন যে এসি বন্ধ হয়ে গেছে। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। এই সময় এসির আউটডোর ইউনিট চলতে থাকে।

তাই আউটডোর ইউনিট যেহেতু বাইরে থাকে তাই অনেকেই এই বিষয়ে জানেন না। আউটডোর ইউনিট যেহেতু বন্ধ নেই তাই বিদ্যুতের খরচ চলতেই থাকে। তাই এসি কম ব্যবহার করলেও এই বিরাট ভুলের জন্য বিদ্যুতের বিল বেশি আসতে পারে। তাই যখনই এসি বন্ধ করা হবে রিমোট দিয়ে বন্ধ করার পর মেন লাইন থেকে সুইচ অবশ্যই বন্ধ করুন। আর অতিরিক্ত মাত্রায় যদি কম্প্রেসার চলে। কম্প্রেসার খারাপ হয়ে যেতে পারে। এটি মেরামত করতেও অনেক টাকা খরচ হতে পারে। সেদিকেও খেয়াল রাখুন।