Free Electricity: ১ কোটি পরিবার বিনামূল্যে পাবেন বিদ্যুৎ! এই প্রকল্পে কিভাবে মিলবে সুবিধা?

নিউজশর্ট ডেস্কঃ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন। এই প্রকল্পে দেশের গরীব পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়। আর এবার এই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনাতে সুবিধাভোগীরা প্রত্যেক মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ(Free Electricity) পাবেন বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

২০২৫ অর্থবছরের অন্তবর্তী বাজেট উপস্থাপনের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বলেছিলেন যে এই প্রকল্পটি এক কোটি পরিবারকে তাদের সৌরশক্তি বিক্রি করতে সাহায্য করবে। ফলে সেই পরিবারগুলোর বার্ষিক ১৫ থেকে ১৮ হাজার টাকা মতো সাশ্রয় হবে। আসলে এই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা নতুন প্রকল্পে বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদী।

আরইসি এই প্রকল্পটি রুপায়ন করবে এবং ছাদে সৌর প্যানেল স্থাপনের জন্য সম্মিলিতভাবে ১.২ লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে আরএসির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বিবেক কুমার দেওয়ানগন বলেছিলেন যে এই সংস্থাটিকে এই প্রকল্পের জন্য মনোনীত করা হয়েছে। এটির পরিচালনা পর্ষদ আটটি কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং-এর জন্য প্রায় ১৫ হাজার কোটি টাকার ঋণপত্র অনুমোদন করেছে।

আরও পড়ুন: Government: এবার কমবে বিদ্যুতের খরচ, বাড়িতে বসবে সোলার প্যানেল, এই নতুন প্রকল্পের সুবিধা কারা পাবেন?

যারা দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে সোলার প্যানেল প্রতিস্থাপন করতে সাহায্য করবে। বর্তমানে সরকার আবাসিক সৌর ছাদ প্রকল্পগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান করছে। আর এবার বাড়ির মালিকদের জন্য কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সম্প্রতি আবাসিক সৌর ছাদ প্রকল্পগুলোর জন্য কেন্দ্রীয় আর্থিক সহায়তার মূল্য সংশোধন করেছে বলে জানা গিয়েছে।

এক্ষেত্রে নতুন সুবিধাভোগীরা ন্যাশনাল সোলার রুফটপ পোর্টালের মাধ্যমে ভর্তুকি প্রকল্পের আওতায় ১০ হাজার টাকা থেকে ২২ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। তবে এই প্রকল্প কতটা সুবিধা এনে দেবে এবং সাধারন মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটা সময়ে বোঝা যাবে।

Avatar

Papiya Paul

X