Technology

WhatsApp-এর ডিলিট করা ম্যাসেজ পড়বেন কীভাবে? জানুন এই সহজ টিপস

নিউজ শর্ট ডেস্ক: অফিসের গ্রুপ হোক কিংবা  বন্ধুবান্ধবদের, হোয়াটসঅ্যাপে মেসেজ (WhatsApp Message) পাঠিয়ে অনেকেই টুক করে ডিলিট (Delete) করে দেন। যা অনেকসময় চোখে পড়ার আগেই মুছে যায় চ্যাট বক্স থেকে। কিন্তু মানুষের কৌতুহল তো এত সহজে যাওয়ার নয়! ঠিক কি ছিল ওই মুছে দেওয়া মেসেজটাতে তা জানার কৌতুহল চাপতে না পেরে অনেকেই জিজ্ঞেস করে বসেন সেই সেন্ডারকেই।

কিন্তু কৌতূহল এমনই একটা জিনিস যে ফোনের ওপারের মানুষ সত্যি বললেও অনেকের মন থেকে যায় সন্দেহ। অনেকেরই মনে হয় নিশ্চয়ই অন্য কিছু পাঠিয়েছিল আর এখন অন্য কথা বলছে। কিন্তু মজার বিষয় হল অনেকেই জানেন না এই মুছে ফেলা হোয়াটসঅ্যা ম্যাসেজও আপনি পড়তে পারবেন সহজেই, কিভাবে? তার জন্য রয়েছে একটি সহজ পদ্ধতি।

হোয়াটসঅ্যাপ আসার পর থেকেই প্রযুক্তির হাত ধরে বিরাট বদল এসেছে স্মার্টফোন ব্যবহারকারীদের জীবনে। তাই এখন অনেকেই হোয়াটসঅ্যাপের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই সেরে ফেলতে পারেন বহু গুরুত্বপূর্ণ কাজ। তাই এই হোয়াটসঅ্যাপে যেমন দরকারি তথ্য বা অন্যান্য ডকুমেন্ট পাঠানো যায় তেমনি কারও কন্টাক্ট কিংবা লোকেশন পাঠানো যায় কয়েক সেকেন্ডে।

প্রযুক্তি,Technology,হোয়াটসঅ্যাপ,WhatsApp,ডিলিট ম্যাসেজ,Delete Message,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আবার বহু দূরে দেশ-বিদেশে থাকা মানুষের সাথেও সেরে ফেলা যায় কল কিংবা ভিডিও কল। বহু ফিচার সম্পন্ন হোয়াটসঅ্যাপ সময়ের সাথে সাথেই আরো উন্নত হয়ে চলেছে।  চ্যাটিংয়ের জন্য এই সংস্থা ব্যবহারকারীদের সেরা পরিষেবা দেওয়ার চেষ্টা করে চলেছে দিনরাত। কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে ডিলিট ফর এভরিওয়ান ফিচার নিয়ে আসা হয়েছিল। যার যার জন্য অনেকটাই সুবিধা হয়েছিল ব্যবহারকারীদের।

আরও পড়ুন: SBI থেকে BOB, কম সুদে গাড়ি-বাড়ি কেনার দুর্দান্ত অফার দিচ্ছে এই ৩ টি ব্যাঙ্ক!

কারণ তার আগে কখনও ভুল করে কোনও মেসেজ চলে গেলে ডিলিট ফর এভরিওয়ান করতেই গায়েব হয়ে যেত সমস্ত চ্যাট৷  কিন্তু  একথা সত্যি ডিলিট মেসেজ দেখলেই সবার মনেই প্রশ্ন জাগে ঠিক কি ছিল চ্যাটে যেটা ডিলিট করতে হলো? এবার এই প্রশ্নের উত্তর সেন্ডারের কাছে জিজ্ঞেস না করেই  আপনি পেতে পারেন নিজেই। তাই এবার থেকে ব্যবহারকারী নিজেই পড়তে পারবেন ডিলিট হয়ে যাওয়া মেসেজ।

প্রযুক্তি,Technology,হোয়াটসঅ্যাপ,WhatsApp,ডিলিট ম্যাসেজ,Delete Message,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তার জন্য এন্ড্রয়েড ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে ডিলিটেড মেসেজ পড়ার  জন্য একাধিক থার্ড পার্টি অ্যাপ রয়েছে। যার মধ্যে অন্যতম WAMR ও WhatsRemoved+ ৷ এই অ্যাপ ডাউনলোড করে কয়েকটি Permission দিলেই সমস্ত ডিলিটেড মেসেজ সেভ হয়ে যাবে ওই অ্যাপে। কিন্তু এই সুবিধা পাওয়া যায় না আইওএস বা আইফোনে।

Avatar

anita

X