পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে ডিজিটাল পেমেন্টের পরিমাণ বাড়লেও ক্যাশ কিন্তু আজও কিং রয়েই গেছে। তবে দীর্ঘদিন ধরে ব্যবহার করার পর অনেক সময় টাকা ছিড়ে যাওয়া বা একেবারে নষ্ট নিয়ে যাওয়ার মত হয়ে যায়। এই অবস্থায় নোটগুলিকে কেউই নিতে চায় না। তাই ভুল করে কখনো এই ধরণের ছেড়া-ফাটা কিংবা নষ্ট হওয়া নোট নিলেই চিন্তায় পরে যান অনেকেই। তবে আর চিন্তা নেই। এমন নোট সহজেই বদলাতে পারবেন। কিভাবে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
কিভাবে বদলাবেন ছেড়া-ফাটা নোট?
RBI এর নিয়ম অনুযায়ী এই ধরণের কোনো নোট যদি আপনার কাছে থাকে তবে চিন্তার আর কোনো কারণ নেই। কিছু নির্দিষ্ট শর্ত ও সঠিক নিয়মাবলী মেনে আপনি নিজেই ব্যাংক মারফত আপনার সেই নষ্ট হয়ে যাওয়া নোটটি বদলে নিতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কি সেই নির্দিষ্ট শর্তাবলী? যা মেনে চললে আপনার কষ্টের উপার্জিত অর্থ নষ্ট করতে হবে না। আপনি নিজের অর্থের সবটাই ফিরে পাবেন।
ময়লা ও নোংরা নোট
আপনার কাছে থাকা কোনো নোট যদি অতিরিক্ত নোংরা হয়ে যায়। কিংবা কোনো নোটের খুব সামান্য অংশ যদি ফাটা দেখা যায়। RBI এই ধরণের নোটকে (Soiled Note) বলে থাকে। ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি সেই নোট খুব সহজেই ব্যাংক থেকে বদল করে নিতে পারেন। এবং তার জন্য আপনার সেই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকতে হবে এমনটা বাধ্যতামূলক নয়।
কাটা ছেঁড়া নোট
যদি আপনার কাছে কোনো এমন নোট থেকে থাকে যা ফেটে গেছে। বা সেই নোটের কিছুটা অংশ ছিঁড়ে হারিয়ে গেছে, তাহলেও চিন্তা করার কোনো বিশেষ কারণ নেই। কারণ কিছু জিনিস আপনার সেই অচল নোটটিতে সিরিয়াল নম্বর কিংবা নোটের উপর থাকা ওয়াটারমার্ক স্পট বোঝা গেলেই হবে। তারপর ব্যাংক সেই নোটটি যাচাই করে আপনাকে সেই নোটের অবস্থা অনুযায়ী আংশিক কিংবা সম্পূর্ণ অর্থ দিয়ে দেবে।
মারাত্বক ক্ষতিগ্রস্ত নোট
আপনার কাছে যদি এমন কোনো নোট থাকে যা কোনো কারণে জ্বলে গেছে। বা একটা নোটের সাথে আরেকটা এমনভাবে আটকে গেছে যা ছাড়ানো অসম্ভব। এককথায় যে সমস্ত নোট কোনোভাবেই বাইরে চালানো সম্ভব নয়, ফেলে দেওয়া ছাড়া যে নোটগুলির আর কোনো কাজ নেই বলে মনে করছেন সেইগুলিও পাল্টাতে পারেন। তবে এই ধরণের নোট আপনি নিকটস্থ শাখায় বদলাতে পারবেন না। এরজন্য আপনাকে সরাসরি RBI এর Issue Office এ যোগাযোগ করতে হবে। সেখানে আপনার নোটগুলি সম্পূর্ণ যাচাইয়ের পর আপনাকে আপনার নোটের অবস্থার ভিত্তিতে অর্থ ফেরত দেওয়া হবে। তবে এক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে সেগুলি নিচে দেওয়া রইল।
আরও পড়ুনঃ এবার আরও সোজা দিঘা ভ্রমণ, হাওড়া থেকে ‘মিনি বন্দে ভারত’ চালাবে রেল! দেখুন টাইমটেবিল সহ ভাড়া
নোট বদলের সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে
- ছেঁড়া নোট সেলোটেপ দিয়ে বা স্টেপলার দিয়ে আটকাবেন না। এমনটা করা থেকে বিরত থাকুন। নোটটি যেমন অবস্থায় আছে তেমনটাই ব্যাংকে জমা করুন।
- যদি ৫০-৫০০ টাকার নোট বদল করতে হয় সেক্ষেত্রে আপনাকে ব্যাংককে কিছু ফি দিতে হতে পারে।
- মনে রাখবেন ১ থেকে সর্বাধিক ২০টা পর্যন্ত নোট পরিবর্তনের ক্ষেত্রে ব্যাংকে কোনো ফি দিতে লাগে না।
- কোনও ব্যাংক যদি নোট বদল করতে অস্বীকৃতি জানায়, তাহলে আপনি অভিযোগ জানতে পারেন।
- আরবিআই এর নির্দেশ অনুযায়ী, কোনো ব্যাংক নোংরা নোট বদল করতে কোনোভাবেই অস্বীকার করতে পারেনা।