Savings Tips

Papiya Paul

Savings Tips: মাসে ৩০ হাজার টাকা রোজগার করলে কত টাকা জমানো উচিত? রইল পুরোপুরি হিসেবনিকেশ

নিউজশর্ট ডেস্কঃ ভবিষ্যতের সুরক্ষার ক্ষেত্রে অর্থ সঞ্চয় করে রাখা একান্ত প্রয়োজন। বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে অর্থ সঞ্চয় করে না রাখলে ভবিষ্যতে বিরাট সমস্যায় পড়তে হতে পারে। তাই আর্থিক বিশেষজ্ঞদের তরফ থেকে বারেবারে অর্থ সঞ্চয়(Savings Tips) করার কথা বলা হয়। যাতে ভবিষ্যতে কোনো আর্থিক সমস্যাতে পড়লেও কিছুটা হলেও মোকাবিলা করা যায়।

   

আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে একটি সেভিংস প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। যদি ৩০ হাজার টাকা বেতন, ৪০ হাজার টাকা বেতন এবং ৫০ হাজার টাকা বেতনের চাকরি করা যায়, তাহলে কিভাবে কি খরচ করা উচিত সেই বিষয়ে একটি হিসেব নিচে দেওয়া হলো।

খরচের হিসাবনিকেশ : যদি কোনো ব্যক্তি ৫০০০০ টাকা বেতন নেন, সেক্ষেত্রে বাড়িভাড়া হিসেবে যদি ১০ হাজার টাকা ধরা হয় এবং আবার ৪০ হাজার টাকা বেতনের ক্ষেত্রে বাড়ি ভাড়া হিসেবে ৭ হাজার টাকা ধরা হয় এবং ৩০ হাজার টাকা বেতনের ক্ষেত্রে বাড়ি ভাড়া হিসাবে ৫০০০ টাকা ধরা হল। তবে যাদের নিজের বাড়ি রয়েছে, তাদের এই বাড়ি ভাড়া খরচ থেকে মুক্তি মিলবে।

আরও পড়ুন: Fixed Deposit Interest Rate: FD-তে ৯.১০ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক! এই ৭ টি জনপ্রিয় ব্যাঙ্কের সুদের হার চমকে দেবে

তারপরে বিদ্যুৎ এবং জ্বালানি, গ্যাসের ক্ষেত্রে ৩ হাজার টাকা প্রত্যেক মাসে ধরা হয়। এরপরে যদি স্কুটি বা বাইক থাকে তাহলে পেট্রোল খরচ বাবদ ২ হাজার টাকা ধরা হবে। এছাড়া খাওয়া-দাওয়ার খরচ হিসেবে ১২ হাজার টাকা ধরা হবে। এরপর সন্তানদের পড়াশোনার জন্য, বিনোদনের জন্য খরচ হিসাবে ৫০০০০ টাকা বেতনের জন্য ৪ হাজার টাকা এবং ৪০০০০ টাকা বেতনের ক্ষেত্রে ৩ হাজার টাকা এবং ৩০ হাজার টাকা বেতনের ক্ষেত্রে ২ হাজার টাকা খরচ করা হয়।

Salary Savings

সঞ্চয়ের হিসেবে-নিকেশ: ৩০ হাজার টাকা বেতনের জন্য মোট খরচ হচ্ছে ২৬ হাজার টাকা। তাহলে ৪ হাজার টাকা সঞ্চয় করতে পারবেন। আবার ৪০ হাজার টাকা বেতনে খরচ হচ্ছে ৩২ হাজার টাকা। তাহলে আপনি ৮ হাজার টাকা সঞ্চয় করতে পারেন এবং ৫০ হাজার টাকা খরচ হচ্ছে ৩৭ হাজার টাকা। তাহলে আপনি ১৩ হাজার টাকা সঞ্চয় করতে পারেন।