Electricity Bill

Papiya Paul

Electricity Bill: হিটার, গিজার চললেও কম আসবে বিদ্যুতের খরচ! শুধু মেনে চলুন এই বিশেষ উপায়

নিউজশর্ট ডেস্কঃ  হাড়কাঁপানি শীতের ঠান্ডায় জবুথবু অবস্থা রাজ্যবাসীর। বিশেষ করে এই বছর প্রবল শীত পড়েছে পশ্চিমবাংলায়। আর এই শীতে সবথেকে কঠিন কাজ জল স্পর্শ করা। বহু মানুষই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য গিজার থেকে শুরু করে হিটার সমস্ত কিছুই কিনে নেন। এগুলোতে ইলেকট্রিক বিল(Electricity Bill) বেশ মোটা টাকার আসে।

   

আজকের এই প্রতিবেদনে আপনাদের এই ইলেকট্রিক বিল যাতে কম আসে তার একটি নতুন পন্থা আপনাদেরকে জানাবো। যেখানে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হবে না। হিটার এবং গিজার এগুলো ব্যবহার করলে প্রত্যেক মাসে অনেকটা বেশি বিদ্যুৎ বিল আসে। তবে এই নতুন পন্থা অবলম্বন করলে আপনাদের প্রত্যেক মাসে বিদ্যুৎ খরচ অনেক কম আসবে।

এই শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচতে জল গরম করার জন্য গিজারের ব্যবহার করা হয়। সেক্ষেত্রে বিদ্যুৎ খরচ বেশি আসে।  এই সময় গিজারের পরিবর্তে যদি ইমার্শেন রড ব্যবহার করা যায় জল গরম করার জন্য। তাহলে বিদ্যুৎ খরচ অনেক কম হবে। ইমার্শন রড দিয়ে জল গরম করলে প্রতি মাসে বিদ্যুতের বিল অনেক কম আসবে। আর যদি গিজার দিয়ে জল গরম করতেই হয় তাহলে সেক্ষেত্রে ৫ স্টার রেটেড গিজার ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: Electricity Bill: লাগবে না ৭৫ ইউনিট বিদ্যুতের খরচ, রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা কারা কিভাবে পাবেন?

কারণ এই গিজার অনেক কম বিদ্যুৎ খরচ হয়। আর আপনার ঘরে যদি হিটার ব্যবহারের প্রয়োজন হয়। তাহলে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য পোর্টেবল হিটার ব্যবহার করতে পারেন। এতে করে প্রত্যেক মাসে কম টাকার বিদ্যুৎ বিল আসবে। মনে রাখবেন, হিটার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই যখন হিটার ব্যবহার করবেন তখন জানলা, দরজা অবশ্যই খুলে রাখার চেষ্টা করবেন।