পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য বড় সুখবর! এবার কাটোয়া থেকে হাওড়া রুটে চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন (AC Local Train)। দীর্ঘদিন ধরেই তীব্র গরম থেকে বাঁচতে এসি ট্রেন চালুর দাবি সামনে আসছিল। সেই মত, গ্রীষ্মের গরমে আর কষ্ট নয়, এবার কুল আর আরামদায়ক যাত্রা উপভোগ করবেন যাত্রীরা। কিন্তু কোন রুটে আর কবে? এবার সেই তথ্য জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ।
কোন রুটে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন পরিষেবা?
ভারতীয় রেলওয়ের তরফ থেকে কাটোয়া-হাওড়া রুটে এসি ইএমইউ ট্রেন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেটা যাত্রীদের জন্য তুলনামূলকভাবে কম খরচে আরামদায়ক যাত্রার সুযোগ দেবে। কাটোয়া-হাওড়া এসি লোকাল ট্রেনটি চলবে ব্যান্ডেল জংশন হয়ে। মোট দূরত্ব ১৪৪ কিলোমিটার। এই যাত্রা সম্পূর্ণ করতে সময় লাগবে প্রায় ৩ ঘণ্টা। ট্রেনটি প্রতিদিনই চলবে এবং যাত্রাপথে সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।
এসি হাওড়া-কাটোয়া লোকালের স্টপেজ | Howrah-Katwa AC Local Train
হাওড়া টু কাটোয়ার এই এসি লোকাল ট্রেন যাত্রাপথে মোট ৪৪টি স্টেশনে থামবে। এর মধ্যে রয়েছে লিলুয়া, বেলুড়, বালি, উত্তরপাড়া, হিন্দ মোটর, কন্নগর, ঋষড়া, শ্রীরামপুর, শেওড়াফুলি, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, চন্দননগর, চুঁচুড়া, হুগলি, ব্যান্ডেল জংশন, বাঁশবাড়িয়া, ত্রিবেণী, কুন্তিঘাট, ডুমুরদহা, খামারগাছি, জিরাট, বালাগড়, সোমরা বাজার, বেহুলা, গুপ্তিপাড়া, আম্বিকা কালনা, বাঘনাপাড়া, ধাত্রীগ্রাম, সমুদ্রগড়, কালিনগর, নবদ্বীপ ধাম, ভাণ্ডারতিকুরি, পূর্বস্থলী, লক্ষ্মীপুর, বেলেড়হাট, পাতুলি, আগ্রদ্বীপ, দাঁইহাট। এই স্টপেজগুলোতে থেমে ট্রেন যাত্রীদের সুবিধা নিশ্চিত করবে।
এই AC EMU ট্রেনে থাকবে ১২টি কোচ। মোট বসার আসন ১,১১৬টি। পাশাপাশি, দাঁড়িয়ে প্রায় ৩,৭৯৮ জন যাত্রী যাত্রা করতে পারবেন। কোচের ধরন হলো DMC, TC, MC, NDMC, যেখানে DMC-তে ৭৮টি, TC-তে ৯৬টি, MC-তে ৯৬টি এবং NDMC-তে ৯৬টি আসন থাকবে।
রুট ও স্টপেজ প্রকাশ্যে এলেও ভাড়া কত টাকা হবে সেই সম্পর্কে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা মেলেনি। তবে আশা করা হচ্ছে অপেক্ষাকৃত কম খরচেই গরমে এসি ট্রেনের সফর করা যাবে। এছাড়া ভারতীয় রেলওয়ে ভবিষ্যতে আরও বেশি রুটে এ ধরনের ট্রেন চালু করার পরিকল্পনা করছে, যাতে শহরতলির যাত্রীরা আরও ভালো ও উন্নতমানের পরিষেবা পান।