পার্থ সারথি মান্না, কলকাতাঃ যতদিন যাচ্ছে ততই নতুন রেকর্ড সেট করছে গরম। গ্রীষ্মের দাবদাহের মাঝে যেখানে সাধারণ মানুষের জীবন অসহনীয় হয়ে উঠছে। তাই এই সময় জলের চাহিদা অনেকটাই বেড়ে যায়। এক্ষেত্রে সরকারের তরফে বাড়ি বাড়ি টাইমকলের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হয়। তবে এবার জানা যাচ্ছে, হাওড়া পুরসভা এলাকায় জল দেওয়ার সময় বদলে যাচ্ছে আগামী ১ লা মে থেকেই। কটা থেকে আসবে জল? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বদলে যাচ্ছে হাওড়া পুরসভার জল দেওয়ার টাইম
এপর্যন্ত হাওড়া পুরসভা এলাকায় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত জল দেওয়া হয়। তারপর ১২টা থেকে ২টা পর্যন্ত ও শেষে সন্ধ্যে ৭টা থেকে রাত্রি ৯ টা অবধি জল দেওয়া হত। তবে এবার এই সময়ে কিছুটা বদলা আসতে চলেছে। তবে কি কমছে জল দেওয়ার সময় নাকি বাড়ছে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য উদ্বিগ্ন সকলেই।
হাওড়া পুরসভার নতুন জল সরবরাহের টাইমটেবিল
সকালে যে ৬টা থেকে ৮টা পর্যন্ত জল দেওয়া হত সেটা বজায় থাকছে। তবে বেলায় ১২ টা থেকে ২টোর বদলে ১.৩০টা থেকে আড়াইটে অবধি জল দেওয়া হবে। এছাড়া সন্ধ্যের সময় ৭টা থেকে ৯টার বদলে সাড়ে ৯ টা অবধি জল দেওয়া হবে। এই নতুন টাইমটেবিল ১ নং ওয়ার্ড থেকে শুরু করে ৫০ নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য প্রযোজ্য হবে।
আসলে বিগত কয়েক মাস হাওড়া এলাকায় জলের সংকট তীব্র হয়ে উঠেছে। ২২নং ওয়ার্ডের কাছে পাইপ ফেটে যার ফলে এলাকাটি জলশূন্য হয়ে পড়েছিল। এই সময় জলের বোতলের দাম ২০০ অবধি চলে গিয়েছিল, পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ১৫টি জলের ট্যাংকার পাঠানো হয়। তখনই জল দেওয়ার সময় পাল্টানো হবে বলা জানানো হয়েছিল
আরও পড়ুনঃ ৭.৫ কোটির মালিক, থাকেন মুম্বাইয়ের দামি ফ্ল্যাটে! বিশ্বের সবচেয়ে ধনী ভিখারির মাসিক আয় শুনলে আফসোস হবে
প্রসঙ্গত, এর আগে এপ্রিল মাসে ২৬ তারিখ থেকে ২৭ তারিখের মাঝে ১১ ঘন্টা জল বন্ধ রাখা হয়েছিল। পাইপলাইনের মেরামতির জন্যই জল সাপ্লাই বন্ধ রাখা হয়েছিল। যার ফলে ব্যাপক বিক্ষোভ চোখে পড়েছিল। আশা করা হচ্ছে নতুন টাইমটেবিল জল আসার ফলে স্থানীয় মানুষেরা উপকৃত হবেন।