রথের আগেই চালু হাওড়া-পুরী স্পেশাল বন্দে ভারত, দেখুন টাইমটেবিল সহ ভাড়া

New Howrah-Puri Special Train for Ratha Yatra

রথের আগেই চালু হাওড়া-পুরী স্পেশাল বন্দে ভারত, দেখুন টাইমটেবিল সহ ভাড়া

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সামনেই রথ, এই দিনে বহু মানুষ রথযাত্রা দেখার জন্য পুরী যাওয়ার প্ল্যান করেছেন। তবে যদি আপনিও পুরী যেতে চান তাহলে অনেক আগে থেকে ট্রেনের টিকিট বুকিং না করলে শেষ মুহূর্তে টিকিট পাওয়া বেশ মুশকিল। ভাবছেন তাহলে কি হবে? চিন্তা নেই, আপনার মুশকিল আসানে হাজির ভারতীয় রেল। চালু হ হচ্ছে হাওড়া পুরী স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস (Howrah-Puri Special Train)। কখন ছাড়বে আর ভাড়া কত? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি দেখুন।

রথ উপলক্ষে স্পেশাল হাওড়া-পুরী বন্দে ভারত চালু রেলের

হ্যাঁ একেবারেই ঠিক দেখছেন, হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য একটি নতুন বন্দে ভারত ট্রেন চালু করা হচ্ছে। আসলে উৎসবের মরশুমে বা বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রে এমনটা বারেবারে করে থাকে ভারতীয় রেল। তাই আগামী ২৭ জুন রথযাত্রার আগেও যাত্রীদের এই উপহার দেওয়া হল। আগামীকাল অর্থাৎ ১৬ মে থেকে প্রতিদিন চলবে এই ট্রেনটি।

হাওড়া-পুরী বন্দে ভারতের টাইমটেবিল

নয়া ট্রেনের ঘোষণা তো হল, এখন প্রশ্ন হল ট্রেনটি ছাড়বে কটায়? যেমনটা জানা যাচ্ছে, শোল ৬টা বাজে ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি দুপুর ১২টা বেজে ৩৫ মিনিটে পুরী স্টেশনে পৌঁছাবে। এরপর দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে ছাড়ে, রাত ৮টা ৩০ মিনিটে হাওড়া পৌঁছাবে।

হাওড়া থেকে পুরীর যাত্রাপথ মাত্র ৬ ঘন্টা ২৫ মিনিটেই পার করবে ট্রেনটি। আর মাঝে খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড-এই আটটি স্টেশনে থামবে।

কত হবে ভাড়া?

সাধারণ এক্সপ্রেস ট্রেনের থেকে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কিছুটা হলেও বেশি। আর এই ট্রেনটি সম্পূর্ণ এসি হবে। জানা যাচ্ছে এসি চেয়ার করে ক্ষেত্রে ভাড়া ১,২৬৫ টাকা ও এক্সিকিউটিভ ক্লাসের জন্য ২,৪২০ টাকা ভাড়া নেওয়া হবে।

আরও পড়ুনঃ TRPর নামে বোমা ফাটাল জলসা! পরিণীতা-জগদ্ধাত্রীদের টেক্কা দিয়ে টপার কে? দেখুন TRP তালিকা

প্রসঙ্গত, এবছর শুধুই পুরী নয় বরং দিঘাতেও ভিড় জমবে রথযাত্রার দিন। কারণ গতমাসেই নতুন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। তাই বাংলার অনেকেই কাছেপিঠে রথযাত্রা দর্শনের জন্য দিঘাতেও যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥