হাওড়া স্টেশনে বন্ধ দুটি জরুরি পরিষেবা! পূর্ব রেলের সিদ্ধান্তে দুর্ভোগের শিকার যাত্রীরা

Howrah Station

হাওড়া স্টেশনে বন্ধ দুটি জরুরি পরিষেবা! পূর্ব রেলের সিদ্ধান্তে দুর্ভোগের শিকার যাত্রীরা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভারতের ব্যস্ততম স্টেশন হল পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই স্টেশনের মাধ্যমেই নিজের গন্তব্যে পৌঁছে যান। সকাল থেকে রাত সারাক্ষণই ভিড়ে ঠাসা থাকে হাওড়া স্টেশন। কিন্তু এবার জানা যাচ্ছে যাত্রীদের জন্য থাকা কিছু পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। যার ফলে এবার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমজনতাকে।

হাওড়া স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত পূর্ব রেলের

ট্রেন ধরার জন্য অনেকেই সময়ের আগে থেকে স্টেশনে পৌঁছে যেতে পছন্দ করেন। বিশেষ করে ভোরের দিকে বা বেশি রাতে ট্রেন থাকলে আগে থেকে এসেই অপেক্ষা করতে হয়। এক্ষেত্রে রিটায়ারিং রুম বা ডরমেটরি পরিষেবা ব্যবহার করলে কিছুটা বিশ্রাম পাওয়া যেত। দেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়াতেও এই সুবিধা চালু ছিল। কিন্তু এবার জানা যাচ্ছে আপাতত বন্ধ রাখ হচ্ছে এই পরিষেবা।

বিগত শুক্রবার পূর্বরেলের তরফ থেকেই এই বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই পরিষেবা বন্ধ হওয়ায় বেশ সমস্যায় পড়েছেন দূরপাল্লার ট্রেনের যাত্রীরা। তবে সমস্যা এখানেই শেষ নয়! কবে আবার সার্ভিস পুনরায় চালু করা হবে সেটাও জানানো হয়নি রেলের তরফ থেকে।

জারি হল বিজ্ঞপ্তি

রেলের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হাওড়া স্টেশনে বড় মাপের সংস্কারের কাজ চলমান থাকার কারণে রিটায়ারিং রুম ও ডরমেটরি পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কার পক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া ও পরবর্তী নির্দেশ না আসা অবধি এই স্থগিতাদেশ জারি থাকবে’।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান, এই দিন চালু হতে পারে হাওড়া-সল্টলেক মেট্রো! এল বিরাট আপডেট

পরিষেবা বন্ধ নিয়ে রেলের বক্তব্য

আচমকাই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার জেরে ইতিমধ্যেই সমস্যায় পড়তে হচ্ছে বহু যাত্রীকে। রেলের রিটায়ারিং রুম ও ডরমেটরিতে একদিকে যেমন কম খরচে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা হয়ে যেত তেমনি ট্রেন ধরার ক্ষেত্রেও সুবিধা হত। এই প্রসঙ্গে পূর্ব রেলের মতামত, ‘আমরা বুঝতে পারছি মানুষের অসুবিধা হবে। তবে, যাত্রীদের আরও উন্নত সুবিধা প্রদানের জন্য সংস্কারের কাজটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া তারাই রুম ও ডরমেটরির খরচ বহন করে। তবে বর্তমানে যারা স্টেশনে থাকতে চাইছেন তারা IRCTC পরিচালিত লাউঞ্জে থাকা রুম বুকিং করে নিতে পারবেন’।

সঙ্গে থাকুন ➥