শ্রী ভট্টাচার্য, কলকাতা: লেডিস স্পেশাল ট্রেন চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকাকালীন হাওড়া ডিভিশনে নেওয়া এই বিশেষ উদ্যোগের নাম দিয়েছিলেন আন্দোলন লোকাল। কিন্তু মহিলা যাত্রীদের যাতায়াতের সমস্যা এতে মেটেনি বললেই চলে। দিনদিন ভিড় বাড়ছে, লোকাল ট্রেনে মহিলাদের জন্য বগিও অনেক কম। লোকাল ট্রেন আছে সেখানে মহিলা বগি সীমিত। এবার এই সমস্যা মেটাতেই এগিয়ে এলেন হুগলির সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
ট্রেনে মহিলা কামরা বাড়ানোর জন্য প্রস্তাব রাখলেন রেলের কাছে। রচনা জানেন যে রুটিরুজির টানে হাওড়া শাখার ট্রেনে প্রত্যেকদিন যাতায়াত করেন প্রচুর মহিলা। তাই নিজের এলাকার মহিলাদের সুবিধার্থে তিনি রেলকর্তাদের কাছে সরাসরি প্রস্তাব দেন এদিন। হাওড়া শাখায় মহিলা যাত্রীদের যাতায়াতের সুবিধায় আরও লেডিস স্পেশাল ট্রেন বাড়ানোর কথা বলেন কর্তৃপক্ষকে।
অতিরিক্ত বগির দাবিও জানান নির্ভয়ে। জোনাল রেলের ইউজার্স কনসালটেটিভ কমিটির বৈঠককে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে লিখিতভাবে এই প্রস্তাব দিয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে। সঙ্গে আবার বর্ধমান কর্ড শাখায় গুড়াপ স্টেশনে একটি ফুট ওভারব্রিজ করার দাবি জানিয়েছেন বাংলার দিদি নম্বর ওয়ান। মহিলাদের কথা ভেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ প্রকাশ্যে আসতেই খুশির বন্যা বয়ে গিয়েছে।
আরও পড়ুন: ফ্রি রেশন পেতে হলে থাকতে হবে এই বিশেষ কার্ড, নাহলে বাদ তালিকা থেকে! কীভাবে করবেন আবেদন?
এমন সময়ে হাত-পা গুটিয়ে বসে থাকেননি তৃণমূলের অন্যান্যরা। তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমান ধুলিয়ানগঙ্গায় একটি রোড ওভারব্রিজ নির্মাণের জন্য রেলের কাছে প্রস্তাব ছুঁড়েছেন। বলে রাখি, তাজবেঙ্গল হোটেলে জেডআরইউসিসির বৈঠকে ছিলেন ২১জন সদস্য। বাংলার পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডের সাংসদ–বিধায়করাও ছিলেন বৈঠকে। এবার এতজনের সামনে পেশ করা এই প্রস্তাব কতটা কাজে আসে, তাই দেখার।