মে মাসেই পুরোদমে চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, হাওড়া-সল্টলেক যেতে খরচ কত? জানালো কর্তৃপক্ষ

Metro

মে মাসেই পুরোদমে চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, হাওড়া-সল্টলেক যেতে খরচ কত? জানালো কর্তৃপক্ষ

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট পুরোপুরি চালু হতে চলেছে। হ্যাঁ ঠিকই দেখছেন। রেলওয়ে সেফটি কমিশনারের (CRS) ছাড়পত্র পাওয়া গেছে। এখন শুধু উদ্বোধনের দিন ঘোষণার অপেক্ষা। খুব সম্ভবত মে মাসের মধ্যেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত একটানা মেট্রো চলবে। যা যাত্রীদের জন্য এক নতুন স্বস্তির বার্তা।

মাত্র ৩০ টাকায় আধঘন্টায় হাওড়া থেকে সেক্টর ফাইভ

নতুন এই ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের দৈর্ঘ্য ১৬.৫ কিলোমিটার। এই রুটে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যেতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট। এই যাত্রার জন্য ভাড়া নির্ধারিত হয়েছে মাত্র ৩০ টাকা। প্রথম ২ কিমিতে ভাড়া ৫ টাকা, ২-৫ কিমিতে ১০ টাকা, ৫-১০ কিমিতে ২০ টাকা এবং ১০-২০ কিমি পর্যন্ত ভাড়া ৩০ টাকা ধার্য হয়েছে। অর্থাৎ, পুরো রুট যেতেই সর্বোচ্চ ৩০ টাকা খরচ হবে।

এতদিন এই রুটে যাতায়াতে বাসে দেড় ঘণ্টা বা তারও বেশি সময় লাগত। তবে এখন থেকে মেট্রোয় সেই পথ মাত্র আধঘণ্টার একটু বেশি সময়ে পার হওয়া যাবে। এতে সাধারণ মানুষ থেকে অফিসযাত্রী, সকলেরই দৈনন্দিন যাতায়াতে অনেকটাই সময় বাঁচবে ফলে একদিকে যেমন গন্তব্যে পৌঁছাতে সুবিধা হবে তেমন দিনের শেষে কিছুটা অতিরিক্ত সময়ও পাওয়া যাবে।

আরও সহজ হবে হাওড়া-সল্টলেক যাত্রা

এই নতুন মেট্রো রুট চালু হলে হাওড়া ও সল্টলেকের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। বিশেষ করে জেলার মানুষজন, যারা লোকাল ট্রেনে এসে এতদিন বাস ধরতেন, এবার তারা সরাসরি মেট্রো ধরতে পারবেন। হাওড়া-শিয়ালদহের মধ্যেও দ্রুত যাতায়াত সম্ভব হবে। এই কারণে অফিস টাইমে ভিড় সামলাতে স্টেশনগুলিতে বাড়ানো হচ্ছে কর্মীসংখ্যা ও নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুনঃ পুর কর্মীদের জন্য দারুণ খবর! বাড়ল বেতন সাথে মিলবে বকেয়াও, বড় ঘোষণা কলকাতা পুরসভার

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সিআরএস ছাড়পত্রের পর আর কোনও বড় বাধা নেই। সামান্য কিছু পর্যবেক্ষণ ঠিক করলেই শুরু হবে বাণিজ্যিক পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা উদ্বোধনের সম্ভাবনা রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। তবে সেটা না হলেও মে মাসের মাঝামাঝি থেকেই যাত্রা শুরু করবে এই রুটের মেট্রো।

সঙ্গে থাকুন ➥