পার্থ সারথি মান্না, কলকাতাঃ মেট্রোর দৌলতে অনেক কম খরচে ও কম সময়ে গন্তব্যে পৌঁছে যায়। সেই কারণেই প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই পরিষেবা ব্যবহার করেন। গতবছর গঙ্গার নিচে দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হতেই রীতিমত খুশিতে আত্মহারা হয়েছিলেন নিত্যযাত্রীরা। যদিও এই গ্রিন লাইন সম্পূর্ণভাবে চালু হয়নি, বর্তমানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধিই চলে ট্রেন। তবে এবার বড় সুখবর এল সকল মেট্রোযাত্রীদের জন্য। সামনের মাস থেকেই পুরোদমে চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো। আর সেটা হলে হাওড়া ময়দান থেকেই মেট্রোতে সোজা সেক্টর ফাইভ চলে যাওয়া যাবে।
মে মাস থেকেই চালু হচ্ছে হাওড়া ময়দান টু সেক্টর ফাইভ মেট্রো!
একেবারে ঠিক দেখছেন, সব ঠিক থাকলে হয়তো আগামী মাস থেকেই হাওড়া থেকে মেট্রো ধরেই সোজা সেক্টর ফাইভ পৌঁছে যাওয়া যাবে। ফলে বাসে করে যেখানে এক ঘন্টারও বেশি সময় লেগে যেত, সেটা কমে আধ ঘন্টা হয়ে যেতে পারে।
প্রধানমন্ত্রী মোদী করতে পারেন উদ্বোধন!
সূত্রমতে, এই মাসের শেষ সপ্তাহেই পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ২৪শে এপ্রিল একাধিক রেল প্রকল্পের সূচনা ও কিছু উদ্বোধনও করতে পারেন। এরই মধ্যে থাকছে মেট্রো প্রকল্পও। তাই অনেকের ধারণা হয়তো তিনিই হাওড়া ময়দান টু সেক্টর ফাইভ মেট্রোর উদ্বোধন করবেন।
অনেক আগেই সম্পূর্ণ লাইন চালু হওয়ার কথা থাকলেও বউবাজারের সুড়ঙ্গ নির্মাণের সময় বিপর্যয়ের কারণে অনেকটাই অতিরিক্ত সময় লেগেছে। এমনকি একটা সময় প্রকল্প আদৌ বাস্তবায়িত হবে কি না তা নিয়েও সন্দেহ দেখা গিয়েছিল। তবে এবার সমস্ত সমস্যা মিটিয়ে শীঘ্রই ট্র্যাকে ছুটতে চলেছে মেট্রো রেক।
আরও পড়ুনঃ মদ্যপান করে ট্রেনে চালান বাংলার লোকো পাইলটরা, রিপোর্টে ভয়ানক তথ্য
বিগত কয়েক মাস ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। ট্রায়াল রান হয়েছে একাধিকবার, তবে অগ্নিসুরক্ষার ছাড়পত্র এখনো বাকি রয়েছে। আজ অর্থাৎ ১৪ই এপ্রিল থেকে এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন শুরু হবে তাদের তরফ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেলেই আগামী মাস থেকে সম্পূর্ণ রুটে যাত্রা শুরু করা যাবে বলে মনে করা হচ্ছে।