তিমি মাছ,ভাইরাল ভিডিও,ক্যালিফোর্নিয়া,সোশ্যাল মিডিয়া,Whale,Viral Video,Social media,California

Moumita

গভীর সমুদ্রে দুই ব্যাক্তিকে গিলে নিল এক তিমি! লোমহর্ষক ভিডিও দেখে রীতিমত শোরগোল নেটপাড়ায়

ক্যালিফোর্নিয়ার স্যান লুইস ওবিপ্সো বে, জায়গাটি তিমি মাছের জন্য বিশেষ বিখ্যাত। এখানে প্রায়শই তিমিদের বিতরণ করতে দেখা যায়। আর এই বিরল দৃশ্য দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু মানুষ ছুটে আসে এখানে।

   

এরকমই একদিন কায়াকের উপর বসে তিমি মাছের শিকার করার দৃশ্য উপভোগ করছিলো দুই বন্ধু। কীভাবে হাম্পব্যাক তিমিগুলি মাছের ঝাঁককে তাড়া করে করে তাদেরকে গিলে নিচ্ছিলো। সবই ঠিক চলছিলো কিন্তু এরকম সময়ই ঘটে গেলো অঘটন।

সম্প্রতি নেট মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। আর এই লোমহর্ষক ভিডিও দেখে চোখের ঘুম উড়েছে সবার। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একঝাঁক মাছ তাড়া করছে হাম্পব্যাক তিমিটি‌। এমতাবস্থায় হঠাৎ করেই মাছের ঝাঁকটি কায়াকের নিচে কাছে চলে আসে।

 

আর কিছু বুঝে ওঠার আগেই কায়াক সমেত সবকিছু গিলে নেয় তিমিটি। নিমেষের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমত হতভম্ব হয়ে পড়েছে নেটবাসিরা। জানা গেছে, এই দুই ব্যক্তির নাম হলো, ম্যাকসরলি এবং লিজ কট্রিয়েল। ছুটি কাটাতে বন্ধু ম্যাকসরলির বাড়িতে এসেছিলেন লিজ কট্রিয়েল।

সেইসময় তাকে চাক্ষুষ তিমি মাছ দেখানোর জন্য ঘটনাস্থলে নিয়ে যান ম্যাকসরলি। যে সময় কায়াকে বসে তার দৃশ্য উপভোগ করছিলেন তখনই আচমকাই ঘটে যায় এই দূর্ঘটনা। তবে সুখবর এটাই যে, বরাতজোরে দুজনেই তিমির মুখের থেকে ফিরে এসেছেন।

এরপরই তাদের এই ঘটনার কথা সম্পর্কে জিজ্ঞেস করা হলে শিউরে উঠেছিলেন ম্যাকসরলি। তিনি বলেন, “আমাদের খুব কাছে তিমি ঘোরাফেরা করছিল। তার পরই দেখলাম আমি আর কট্রিয়েল কায়াকসমেত হঠাৎ জল থেকে কয়েক ফুট উঁচুতে উঠে গিয়েছি। তার পরই সব অন্ধকার। তিমির মুখটা বন্ধ হচ্ছিল, আর আমরা ভিতরে চলে যাচ্ছি! খুব কাছ থেকে যেন মৃত্যু দেখছিলাম।” ভগবানের অশেষ কৃপা যে, দুজনেই জীবিত অবস্থায় ফিরে এসেছেন।