Solanki Roy

Additiya

‘গসিপ ভালো লাগে’, বিবাহ বিচ্ছেদ থেকে নতুন প্রেম, ব্যক্তিগত জীবন নিয়ে যা যা বললেন শোলাঙ্কি

বিনোদন জগতে তিনি চেনা মুখ। ধারাবাহিক (Bengali Serial), ওয়েব সিরিজ, বিজ্ঞাপন থেকে শুরু করে সিনেমা (Tollywood) সবেতেই দেখা মিলেছে তাঁর। তিনি শোলাঙ্কি রায় (Solanki Roy)। তাঁকে নিয়ে সমালোচনার শেষ নাই। কেবলমাত্র অভিনয় জগৎ নয় তার বাইরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও নানান প্রশ্ন জাগে ভক্তদের  মনে। যদিও সেভাবে কখনই মুখ খুলতে দেখা যায়না অভিনেত্রীকে। তবে সম্প্রতি তিনি বললেন, গসিপ শুনে বেশ মজাই পান তিনি।

   

অভিনেতা-অভিনেত্রীদের বারবার পড়তে হয় সমালোচনার মুখে। এমনকি একাধিক বার বিতর্কেও জড়ান তাঁরা। এই বিতর্ক বা সমালোচনা অনেকেই এড়িয়ে চলেন। অনেকেই আবার নেটিজেনদের দেন মোক্ষম জবাব। তবে এমন পরিস্থিতির মধ্যে পড়লে শোলাঙ্কি ঠিক কি করেন সামাজিক মাধ্যমে জানিয়ে দিলেন সেই কথাই।

অভিনয় জগতে পা রেখেছেন অনেক বছর আগেই। তবে ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের হাত ধরে আসে জনপ্রিয়তা। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সিরিয়ালে অভিনয় করে তিনি জিতে নিয়েছেন দর্শকদের মন। করেছেন সিনেমাতেও অভিনয়। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার পর্দায়।

Solanki Roy

বিয়ের পর বিদেশ পারি দিয়েছিলেন অভিনেত্রী। যদিও কয়েকদিনের মধ্যেই তিনি ফিরে আসেন কলকাতায়। পুনরায় শুরু করেন অভিনয়। আর এই বিষয়টি নিয়েও শুরু হয় বিস্তর জলঘোলা। অনেকেরই প্রশ্ন, তবে কি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে অভিনেত্রী? যদিও এসব নিয়ে কখনই মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।

বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,শোলাঙ্কি রায়,Entertainment,Tollywood,Bengali Serial,Solanki Roy

তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলতে গিয়ে একাধিক বিষয়ে মুখ খুললেন বহু চর্চিত এই অভিনেত্রী। জানিয়ে দিলেন তাঁকে নিয়ে সমালোচনা হলে বেশ মজা পান তিনি। যদিও বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই জানালেন না শোলাঙ্কি।