Nusrat Jahan

Moumita

‘এমন সাংসদ আমি আগে দেখিনি’, নুসরতকে দেখে কেন এমন বললেন মিকা সিং!

গত বৃহস্পতিবার বেশ ধুমধাম করে নবীনবরণ উৎসব পালন হল বসিরহাট কলেজে। এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) এবং জনপ্রিয় গায়ক মিকা সিং (Mika Singh)। তারকা সাংসদ অবশ্য বসিরহাট কলেজের পরিচালন সমিতির সভাপতিও বটে।

   

এইদিন পাঞ্জাবি গায়কের সাথে তালে তাল মিলিয়ে ভালোই মঞ্চ কাঁপালেন তিনি। পাশাপাশি পা মেলালেন পড়ুয়াদের সাথেও। আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, মিকার অনুরোধে স্টেজে উঠে ভাংড়া নাচছেন নুসরত।

প্রসঙ্গত, এইদিন মিকার পরনে ছিল ফিট কালো পোশাক। ওদিকে নুসরত সেজেছিলেন ফুল স্লিভস কালো ক্রপ টপ এবং নিয়ন রঙের জ্যাকেটে। সাথে ছিল ক্রপ জিন্স এবং স্নিকার্স। লিভ ইন পার্টনার যশ-কে উৎসর্গ করে গানও গাইলেন তিনি। মিকার সঙ্গে গাইলেন ‘টেল মি সামথিং’।

টলিউড,বিনোদন,গসিপ,বলিউড,মিকা সিং,নুসরত জাহান,সোশ্যাল মিডিয়া,ইনস্টাগ্রাম ভিডিও,Tollywood,Entertainment,Gossip,Bollywood,Mika Singh,Nusrat Jahan,Social Media,Instagram Video

শুরু থেকেই বসিরহাটের তারকা সাংসদে মুগ্ধ মিকা। মঞ্চ থেকেই প্রশংসায় ভরিয়ে দিলেন নায়িকাকে। মাইক হাতে মিকা বলেন, ‘আমি প্রথম এমন এমপি (সাংসদ) দেখলাম যিনি এতটা ফিট’। নুসরতের ঠোঁটের কোনেও খেলে গেল হাসির ঝিলিক। মিকার ‘ম্যাড আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড’ গানে নেচে উঠলেন নায়িকা।

টলিউড,বিনোদন,গসিপ,বলিউড,মিকা সিং,নুসরত জাহান,সোশ্যাল মিডিয়া,ইনস্টাগ্রাম ভিডিও,Tollywood,Entertainment,Gossip,Bollywood,Mika Singh,Nusrat Jahan,Social Media,Instagram Video

নাচে-গানে জমজমাট রাতের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মিকার উদ্দেশে নুসরত লিখেছেন, ‘বসিরহাটের মানুষ আপনার গানে সত্যিই পাগল হয়ে গিয়েছিল মিকা সিং। অনেক ভালবাসা। আর বসিরহাটের সবাইকেও অনেক ভালবাসা’। পাশাপাশি কমেন্ট বক্সেও উপচে পড়েছে অনুরাগীদের ভিড়।

https://www.instagram.com/reel/Cou9ZZ3htK0/?utm_source=ig_web_copy_link 

ভক্তরা যেমন ভালোবাসা জানিয়েছেন, তেমনই কটাক্ষ করতে ছাড়েনি সমালোচকরাও। মিকার মন্তব্যের রেশ টেনে একজন কটাক্ষ শানিয়ে লিখেছেন, ‘ফিট এমপি তো হবেই, উনি সাংসদীয় এলাকায় কম আর জিমে বেশি থাকেন’। জনৈক কটাক্ষ, ‘এটা ফিট? কোন দিক থেকে? অপুষ্টিতে ভুগছে নুসরত’।