Salman Khan

Moumita

‘সলমন ছ্যাঁচড়া, ওর সাথে ছবি করবো না’, বিতর্কিত মন্তব্য করে ভারতীয়দের রোষানলে পাক অভিনেত্রী

ভারতের (India) সঙ্গে পাকিস্তানের (Pakistan) সম্পর্ক নিয়ে তো সবাই অবগত। বন্দুকের লড়াই থেকে শুরু করে বাকযুদ্ধ সবেতেই দুশমনি লেগে আছে। এই দুশমনি পৌঁছে গেছে বিনোদন জগতেও। এখন তো এ দেশে পাকিস্তানি তারকাদের কাজ করায় নিষেধাজ্ঞা রয়েছে। আর তারই মধ্যে প্রকাশ্যে এল সাবা কামার (Saba Qamar) বিতর্কিত মন্তব্য।

   

‘হিন্দি মিডিয়াম’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সাবা কামার। প্রয়াত অভিনেতা ইরফান খান অভিনীত এই ছবি ভালোই সাফল্য পেয়েছিল সেই সময়। প্রথম ছবিতেই বেশ ভালো জনপ্রিয়তাও পেয়েছিলেন সাবা। সম্প্রতি এই পাক অভিনেত্রীরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যেখানে তিনি বলেছেন, সলমন রাজি থাকলেও তিনি সলমনের সঙ্গে কাজ করবেননা। শুধু কি তাই? বলিউড ভাইজানকে রীতিমত ছ্যাঁচড়া বলে কটাক্ষ করেছেন তিনি। কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন রীতেশ দেশমুখ এবং ইমরান হাশমিকে নিয়েও। আর সেইসব নিয়েই উত্তাল হয়ে উঠেছে ভারতীয় নেট মাধ্যম।

প্রসঙ্গত, ভারতে (India) ‘হিন্দি মিডিয়াম’-র (Hindi Medium) সাফল্যের পর নিজের দেশে এক সাক্ষাৎকার বসেছিলেন সাবা (Saba Qamar)। সেখানে সলমন খান, (Salman Khan) রণবীর কপূর, (Ranbir Kapoor) রীতেশ দেশমুখ, (Rutesh Deshmukh) ইমরান হাসমির (Imran Hashmi) মত তাবড় তাবড় বলিউড (Bollywood) অভিনেতাদের নিয়ে নিজের মতামত রাখেন তিনি।

বলিউড,বিনোদন,ভারত,পাকিস্তান,গসিপ,সাবা কারাম,সলমন খান,ইমরান হাশমি,বিতর্কিত মন্তব্য,Bollywood,Entertainment,Gossip,Pakistan,Saba Karam,Salman Khan,Imran Hashmi,Controversial Comment,India

অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, এদের মধ্যে কেউ যদি প্রেম প্রস্তাব দেন, তবে কাকে তিনি ‘হ্যাঁ’ বলবেন, আর কাকে তিনি না করবেন। প্রথমেই ভাইজান সম্পর্কে তিনি বলেন, ‘‘ও ভীষণ অন্য ররকম, কোরিয়োগ্রাফারের কথা শোনে না, নিজের মতো করে সবটা।’’ রীতেশ দেশমুখকে বি-গ্রেড অভিনেতা বলেন সাবা। ইমরান হাসমি সম্পর্কে বলেছিলেন, ‘‘ওর সঙ্গে থাকলে মুখের ক্যানসার হবে।’’

সাবার এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তার নিন্দায় সরব হয়েছেন ভারতীয়রা। যদিও ভিডিওটি পুরোনো এবং সাবা তার মন্তব্যের জন্যে ক্ষমাও চেয়েছিলেন, তবে সলমন অনুরাগীরা তো সেসব শুনতে নারাজ। সাবা জানিয়েছিলেন, ভারতীয় সিনেমার ও শিল্পীদের প্রতি সম্মান রয়েছে তার। যা বলেছেন সবটাই নাকি মজার ছলে। তবে ভারতীয়রা তো সেসব শুনতে নারাজ।