Arijit

টি-২০ বিশ্বকাপের আগে ক্রমতালিকায় ব্যাপক উন্নতি ঘটালেন বিরাট-রাহুল

হাতে মাত্র আর একমাস। তারপরই সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনার তুঙ্গে। এরই মধ্যে আরও একটি ভালো খবর এলো ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে আইসিসির ক্রম তালিকায় ব্যাপক উন্নতি ঘটালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

   

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রম তালিকা প্রকাশিত করল আইসিসি। এই ক্রম তালিকায় ব্যাপক উন্নতি ঘটিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিঃসন্দেহে বিরাট কোহলির আত্মবিশ্বাস বাড়াবেন। এছাড়াও ক্রম তালিকায় ব্যাপক উন্নতি ঘটেছে আরেক ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলেরও।

সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি ক্রম তালিকায় পঞ্চম স্থানে থেকে চতুর্থ স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি। এই তালিকায় সবার শীর্ষে ইংল্যান্ডের ডেভিড মালান, দ্বিতীয় স্থানে পাকিস্তানের বাবর আজম, তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে নিজের ষষ্ঠ স্থান ধরে রেখেছেন কে এল রাহুল। তবে বোলারদের ক্রম তালিকার প্রথম দশে নেই কোন ভারতীয় বোলার, যার নিশ্চিত ভাবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে কষ্ট দেবে।